
কিশোর আবেশ দাশগুপ্তের মৃত্যুর ঘটনায় এবার সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আবেশের পরিবার। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির হন আবেশের মা, মামা সহ ৫ জন। যত দিন গড়াচ্ছে ততই পুলিশ দুর্ঘটনার তত্ত্বে জোর দিচ্ছে। ঘটানস্থলে একাধিকবার পরিদর্শন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, ফরেনসিক বিশেষজ্ঞদের মতামত, বন্ধু থেকে ওই বহুতলের সভাপতি সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ অনেকটাই নিশ্চিত যে পার্কিং লটের একটি ঢালু জায়গার অনুচ্চ পাঁচিল টপকাতে গিয়েই হাতের বোতল ভেঙে আবেশের অক্সিলারি ধমনীতে কাচ ঢুকে যায়। যার জেরে কেটে যায় ধমনীটি। সেখান থেকে দ্রুত দেহের সব রক্ত বেরিয়ে যেতে থাকে। হয়তো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে পারলে বাঁচানো যেত কিন্তু সেখানেও দেরি করে ফেলেন সেখানে উপস্থিত লোকজন থেকে আবেশের বন্ধুরা। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। আবেশের পরিবারের দাবি, তাঁদের পুলিশ যে সিসিটিভি ফুটেজ দিয়েছে তাতে ২২ সেকেন্ডের ফুটেজ নেই। নেই আবেশের পড়ে যাওয়ার ছবিও। তাহলে কিভাবে পুলিশ নিশ্চিত হচ্ছে যে আবেশের পড়ি গিয়েই মৃত্যু হয়েছে, সেই প্রশ্ন তুলছে আবেশের পরিবার। বরং তাঁদের দাবি, আবেশর মৃত্যু স্বাভাবিক নয়। একটু তদন্ত করলেই আসল ঘটনা সামনে আসবে। বারবার দুর্ঘটনার তত্ত্ব সামনে আনায় পুলিশের তদন্তে অসন্তোষও ব্যক্ত করেছেন তাঁরা। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বার হবার পর আবেশের মা জানান, মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন তদন্ত সঠিকভাবেই হবে। যদি কেউ আবেশকে খুন করে থাকে তবে তদন্তে ঠিকই সত্যটা বেরিয়ে আসবে। কোনও প্রভাবশালী এই তদন্তকে প্রভাবিত করতে পারবেন না বলেও আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।