Kolkata

কালীপুজোর রাতকে হার মানাল ইংরাজি নববর্ষের রাত

কালীপুজোর রাত সম্বন্ধে সকলের একটা ধারনা আছে। কিন্তু সেই কালীপুজোর রাতকেও হার মানাল ইংরাজি নববর্ষের রাত। ঘণ্টা খানেকের মধ্যে বাজি মাত করল চারধার।

ইংরাজি নববর্ষ ২০২৬-কে স্বাগত জানাতে প্রতিবছরের মতই বিভিন্ন ক্লাবে ৩১ ডিসেম্বরের সন্ধে থেকেই শুরু হয়ে গিয়েছিল পার্টি, হুল্লোড়, আনন্দ। যাঁরা পার্টিতে শামিল হননি তাঁরা অনেকেই পার্ক স্ট্রিট, ধর্মতলা, অ্যালেন পার্কে হাজির হয়েছিলেন নতুন বছরকে স্বাগত জানাতে।

সন্ধের পর থেকে আনন্দ চলে অনেক রাত পর্যন্ত। পথেই হয় নববর্ষ পালন। শুভেচ্ছা বিনিময়। এবার শীত জাঁকিয়ে থাকায় নিউ ইয়ারের আনন্দ যেন নতুন মাত্রা পেয়েছিল।

এদিকে এরমধ্যেই আরও একটি বিষয় নজর কেড়ে নিল। ঘড়ির কাঁটা তখনও রাত ১২টা ছোঁয়নি। তার আগেই শুরু হয়ে যায় আতসবাজির তাণ্ডব।

এদিন রাত ১২টা বাজার আগে থেকে প্রায় রাত ১টা পর্যন্ত যা বাজি পুড়েছে তাতে অনেক সময় মনে হয়েছে কালীপুজোর রাত যেন হার মানছে এই বাজি ফাটানোয়। আতসবাজির সঙ্গে শীতের আকাশ আলো করে উড়েছে লণ্ঠন।

এখন বহু মানুষ একিউআই শব্দটি সম্বন্ধে ওয়াকিবহাল। একিউআই-এর পুরো কথা হল এয়ার কোয়ালিটি ইনডেক্স। সহজ করে বললে বাতাসের দূষণ মাত্রা যা এই রাতের ১ ঘণ্টার আতসবাজির রোশনাই যে বদলে দিয়েছে তা মেনে নিচ্ছেন অনেকেই।

মধ্যরাতে বাজির শব্দে অনেকের ঘুমও ভেঙে যায়। বিশেষত বয়স্ক মানুষদের। কালীপুজো বা দিওয়ালীর দিন বাজির আওয়াজের সম্বন্ধে একটা মানসিক প্রস্তুতি থাকে। কিন্তু ইংরাজি নতুন বছরকে স্বাগত জানাতে যে বাজি পুড়ল বিভিন্ন জায়গায় তা নজর কেড়ে নিল। যা কালীপুজোর সময়ের বেঁধে দেওয়া বাজি পোড়ানোর সময়ের সঙ্গেও খাপ খেলনা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *