
নিউ টাউনে দেহ উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। এদের নাম বাপি দাস, জয়দেব দাস ও রাজু শীল। নিউ টাউনের একটি রাস্তার বুলেভার্ডে ঘাসের জঙ্গলের মধ্যে থেকে গত শুক্রবার নেপাল ঘোষ নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে নেপাল ঘোষ বরানগরের বাসিন্দা। কয়েকজন বন্ধুকে টাকা ধার দিয়েছিল সে। কিন্তু এদের মধ্যে দু-একজন সময়মত টাকা ফেরত না দেওয়ায় নেপাল ঘোষের সঙ্গে তাদের ঝগড়া চলছিল। পুলিশের প্রাথমিক অনুমান টাকাপয়সা নিয়ে এই বিবাদের জেরেই নেপাল ঘোষকে খুন হতে হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ ও কিভাবে খুন হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।