Kolkata

কলকাতাতেও কি এবার ঢুকে পড়ল ওমিক্রন, তরুণীকে ঘিরে চিন্তার মেঘ

দেশের বিভিন্ন শহরেই ওমিক্রনে সংক্রমিতের খোঁজ মিলেছে। এবার কি সেই তালিকায় কলকাতাও জুড়ে যেতে চলেছে? এমন এক আশঙ্কা কিন্তু তৈরি হল এক তরুণীকে ঘিরে।

দেশের বিভিন্ন শহরে ওমিক্রন সংক্রমিতের খোঁজ মিলেছে। অধিকাংশ এসেছেন বিভিন্ন দেশ থেকে। বিমানবন্দরেই তাঁরা করোনা সংক্রমিত বলে জানা গেলে তাঁদের নমুনা পরীক্ষায় পাঠানো হয় তাঁরা ওমিক্রনে সংক্রমিত কিনা জানতে।

এভাবেই বেশ কয়েকজনের দেহে ওমিক্রন পাওয়া গিয়েছে। কিন্তু সেই তালিকায় এখনও নেই কলকাতা বা পশ্চিমবঙ্গ। কিন্তু এদিনের পর অনেকেই বলছেন বোধহয় কলকাতাও জুড়ে গেল তালিকায়। কারণ একটাই।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

ব্রিটেন থেকে আসা এক ১৮ বছরের তরুণীকে পরীক্ষার পর জানা যায় তিনি করোনা আক্রান্ত। আর ব্রিটেন ওমিক্রন সংক্রমণের শিকার।

তাই সে দেশ থেকে করোনা নিয়ে এলে আশঙ্কা থেকেই যাচ্ছে। ইতিমধ্যেই ওই তরুণীর নমুনা ওমিক্রন সংক্রমণ কিনা জানতে পাঠানো হয়েছে।

জিনোম সিকোয়েন্সিং টেস্টের পরই জানা যাবে ওই তরুণী করোনার কোন স্ট্রেনে সংক্রমিত। তবে এটা জানা যাচ্ছে যে ওই তরুণীর উপসর্গ অত্যন্ত হাল্কা। প্রায় নেই বললেই চলে।

তাঁকে আপাতত বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হচ্ছে। বিষয়টিকে হাল্কাভাবে না নিয়ে পরীক্ষার রিপোর্ট আসার আগেই বৈঠকে বসেছেন স্বাস্থ্য আধিকারিকরা।

ওমিক্রন বিশ্বে ছড়ানো শুরু হতেই এ রাজ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে ৫০ শয্যার বিশেষ বন্দোবস্ত রাখা হয়। মহিলা ও পুরুষদের জন্য ২৫টি করে বেড সংরক্ষিত রাখা হয়। যাতে ওমিক্রন থাবা বসালেও মোকাবিলায় সমস্যা না হয়। ফলে রাজ্যসরকার আগেভাগেই নিজেদের ওমিক্রন মোকাবিলায় তৈরি রেখেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *