
বাড়িতে কেউ ছিল না। সেটা বোধহয় জানত চোরের দল। সেই সুযোগ কাজে লাগিয়েই বাড়ি ফাঁকা করে দিল তারা। ঘটনাটি ঘটেছে দমদমের মধুগড়ে। পুলিশ জানিয়েছে, বাড়ির সকলে এক আত্মীয়ের বাড়িতে শ্রীরামপুরে গিয়েছিলেন। সোমবার রাতে বাড়ি ফিরে বাড়ির দরজা খুলেই ভিতরে ঢোকেন তাঁরা। সামনে থেকে যেমনকার তেমন হলেও ঘরের মধ্যে ঢুকে চক্ষু চড়কগাছ। আলমারি ভাঙা। ঘরময় ছড়িয়ে জিনিসপত্র। দেখা যায় সামনে দিয়ে না ঢুকে চোর ঢুকেছে বাড়ির পিছনের গ্রিল কেটে। তারপর অবাধে সর্বস্ব লুঠ করে চম্পট। টাকা, গয়না তো বটেই, এমনকি আরও বেশ কিছু দামি জিনিস খোয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।













