Kolkata

পিছিয়ে গেল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

পূর্ব ঘোষিত দিন থেকে সরে দাঁড়াল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। নতুন দিনক্ষণ ঘোষণা করেছে তারা। তবে পরীক্ষা বাতিল হচ্ছেনা। পরীক্ষা হবে।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা যেমন এ বছরের জন্য বাতিল করা হয়েছে, রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে তেমনটা হল না। তবে পূর্বঘোষিত দিন থেকে সরে এল বোর্ড। ওইদিন পরীক্ষা হবে না। পরীক্ষা গ্রহণ করা হবে তার থেকে ৬ দিন পর।

আগামী ১১ জুলাই পরীক্ষা গ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে করা হয়েছে ১৭ জুলাই। এদিন এমনই জানিয়েছেন রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

তিনি জানিয়েছেন বাকি সব একই থাকছে। পরীক্ষার্থীদের বাড়ির কাছের পছন্দের পরীক্ষাকেন্দ্র বেছে নিতে বলা হয়েছিল। পরীক্ষার্থীদের স্বাস্থ্যের দিকটিও বিশেষ নজরে রাখা হচ্ছে। করোনা পরিস্থিতিতেও পরীক্ষাকেন্দ্রে বসেই পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে ঠিকই, তবে করোনা বিধি মেনে চলা হবে।

মাত্র ৬ দিন পরে করে কী বিশেষ কোনও লাভ হবে? এর উত্তরে মলয়েন্দুবাবু জানান, এতে একটা ব্রিদিং স্পেস পাওয়া যাবে। তখন হয়তে গাড়ি পেতে বেশি সুবিধা হবে পরীক্ষার্থীদের। বাস, ট্রেন পাবে সকলে। তাছাড়া রবিবারের জায়গায় শনিবার পরীক্ষা করায় মেট্রোও বেশি পাওয়া যাবে। তাতে পরীক্ষার্থীদের পক্ষে আসা যাওয়ার সুবিধা হবে।

এবার মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং মিলিয়ে ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী জয়েন্টে বসতে চলেছে। এটাই এ বছরের প্রথম অফলাইন পরীক্ষা। ফলে করোনা পরিস্থিতি সামলে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুবন্দোবস্ত করা একটা বড় চ্যালেঞ্জ বোর্ডের কাছে।

এবার দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করারও নিশ্চয়তা দিয়েছে বোর্ড। ১৪ অগাস্টের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। এ রাজ্যের পরীক্ষার্থীদের অন্য রাজ্যে না চলে যেতেও অনুরোধ করেছেন মলয়েন্দুবাবু।

Show More