Kolkata
ফের শহরে পুলকার দুর্ঘটনা

হরিয়ানা বিদ্যামন্দিরের তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের দিকে আসছিল একটি মারুতি ভ্যান। উল্টোদিক থেকে ওই স্কুলে ছাত্রছাত্রীদের নামিয়ে ফিরছিল একটি টাটা সুমো। আচমকাই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ছাত্রছাত্রীদের তেমন কিছু না হলেও মারুতি ভ্যানের চালক গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বেগতিক বুঝে গাড়ি ছেড়ে পালায় টাটা সুমোর চালক। ঘটনার পর স্কুলের তরফে বিধাননগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দুটি গাড়ি বাজেয়াপ্ত করে। দুটি পুলকারের কাগজপত্র খতিয়ে দেখছে পুলিশ। এদিকে ফের পুলকার দুর্ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।