Kolkata

উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতির সমাজসেবার তালিকায় এবার রক্তদান

করোনার সময় হোক বা আম্ফানের তাণ্ডব পরবর্তী সময়, উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতি তাদের সমাজসেবায় খামতি রাখেনি। এবার তারা আয়োজন করল রক্তদান শিবিরের।

কলকাতা : উত্তর কলকাতায় ব্যবসায়ী সমিতি শুধু একটি সংগঠন হয়েই থেমে থাকেনি। ব্যবসায়ীদের সুখ দুঃখে তাঁদের পাশে থাকার পাশাপাশি তারা বৃহত্তর ক্ষেত্রেও নিজেদের সেবামূলক কাজের ছাপ রেখে আসছে।

করোনার আগেও তারা নানা সেবামূলক কাজ যেমন করেছে তেমন করোনাকালেও তাদের উদ্যোগ থেমে থাকেনি। করোনার সময় গৃহবন্দি কর্মহীন পরিস্থিতিতে বহু মানুষের জীবন আর্থিকভাবে দুর্বিষহ হয়ে উঠেছিল। সে সময় সল্টলেকের নয়াবাদ বস্তি হোক বা ৫ নম্বর ট্যাঙ্ক সংলগ্ন বস্তি, সেখানে খাবার থেকে অন্যান্য দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পৌঁছে দিয়েছিল উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতি।

সংগঠনের সাধারণ সম্পাদক অভিজিৎ ধরের উদ্যোগে করোনার সময় ঝুঁকি নিয়েও সংগঠনের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল। আবার আম্ফান পরবর্তী সময়ে চাল, ডাল, নুন, তেল সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতি পৌঁছে গিয়েছিল সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে।

এবার সেই উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতি আয়োজন করল রক্তদান শিবিরের। বিডন স্ট্রিটের মিনার্ভা থিয়েটারের পাশে রাজ্যের স্বাস্থ্য দফতরের বিশেষ এসি গাড়িতে আয়োজন হয়েছিল রক্তদানের। করোনাকালে যে গাড়িতে রক্তদান হচ্ছে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে।

একসঙ্গে ৩ জন রক্ত দান করছিলেন ওই গাড়িতে। সকাল ১০টার পর শুরু হয় রক্তদান। যা মানুষের রক্তদানের উৎসাহে গড়ায় বিকেল পর্যন্ত। মোট ৮৬ জন রক্তদান করেন এদিন।

সব রক্তই যায় মেডিক্যাল কলেজে। এহেন রক্তদান শিবির এই করোনাকালে অবশ্যই রক্তের প্রয়োজন মেটাতে একটা বড় ভূমিকা নেবে।

করোনার জন্য ২০২০ সালে বছরভর বিভিন্ন ক্লাব, সংগঠনের তরফে রক্তদানের আয়োজন সেভাবে হয়ে ওঠেনি। এদিকে রক্তের প্রয়োজন তো সারা বছরই তৈরি হয়। তাই এখন এমন রক্তদান শিবিরের আয়োজন কার্যত জীবনদানের কাজ করছে। করোনা এখনও বিদায় নেয়নি। সেই পরিস্থিতিতেও এমন উদ্যোগ অবশ্যই তারিফের দাবি রাখে।

উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতির তরফে এদিনের এই সফল রক্তদান শিবিরে হাজির হয়েছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন। সমাজসেবী ডি.আশিস থেকে নাট্য ব্যক্তিত্ব সৌমিত্র মিত্র, সমাজসেবী আলোকণা শিকদার, সিপিডিআর-এর ইন্দ্রনীল চট্টোপাধ্যায় থেকে বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা।

যাঁদের মধ্যে ছিলেন ছাতুবাবু বাজার ব্যবসায়ী সমিতির পঙ্কজ ঘোষ, মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতির বিজয় সাউ, বড়বাজার ব্যবসায়ী সমিতির তামস মুখোপাধ্যায়, স্বর্ণশিল্প বাঁচাও কমিটির বাবলু দে।

হাজির হয়েছিলেন এলাকার জন প্রতিনিধি থেকে পুলিশ প্রশাসনের কর্তারাও। ছিলেন উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি সমীর সরকার। আর মূল উদ্যোগে ছিলেন উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ ধর। যাঁর উদ্যোগে উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতির সমাজসেবার মুকুটে ফের একটি পালক যুক্ত হল এদিন।

Show More