
তেলের ট্যাঙ্কারে পড়ে মৃত্যু হল এক যুবকের। আহত আরও এক যুবক। রথের দিন সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীর সতীন্দ্রপল্লী এলাকায়। ঘটনায় সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় মানুষজনের বক্তব্য এখানে তেলের ট্যাঙ্কারের কাছে এই ২ যুবক কেন এসেছিলেন তা কারও জানা নেই। তবে আচমকাই তারা ট্যাঙ্কারে পড়ে যায়। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতরের দলও। দুজনকেই ট্যাঙ্কার থেকে বার করা হয়। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে এদের মধ্যে সঞ্জয় দাস নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।