
রাজ্যে বুধ ও বৃহস্পতিবার ইদের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। যদিও কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবারই ইদের ছুটি দিয়েছে। রাজ্য সরকারের দুদিন ইদের ছুটি দেওয়া পেছনে ইদের দিন নিয়ে অনিশ্চয়তাকেই কারণ হিসাবে দেখান হয়েছে। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানান, ইদ কবে তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকার বুধ ও বৃহস্পতিবার দুদিনই ছুটি ঘোষণা করল। ফলে আগামী দুদিন রাজ্য সরকারি কর্মীরা ছুটি উপভোগের সুযোগ পেলেন। শুক্রবার অফিস। তারপর শনি ও রবিবার ছুটি হওয়ায় এদিন বিকেল থেকেই কাছেপিঠে কোথাও ঘুরতে যাওয়ার খোঁজ খবর শুরু করে দিয়েছেন রাজ্য সরকারি কর্মীদের অনেকে।