কোভিড-১৯, প্রতীকী ছবি
কলকাতা : রাজ্যে গত বৃহস্পতিবার প্রথম একদিনে করোনা সংক্রমণ ১ হাজার পার করেছিল। শুক্রবারও তা হাজার পার করল। বরং আরও কিছুটা বাড়ল। ফলে একদিনে সংক্রমণের নিরিখে শুক্রবারের সংখ্যাই এখনও সর্বোচ্চ। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পাওয়া গত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১৯৮ জন। ১০ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া গিয়েছে। একদিনে ১ হাজার ১৯৮ জনের দেহে করোনা পাওয়ার পর রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে ঠেকল ২৭ হাজার ১০৯ জনে।
রাজ্যে সংক্রমিতের সংখ্যার পাশাপাশি মৃত্যুও বেড়ে চলেছে। রাজ্যে গত একদিনে ২৬ জনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৮৮০ জনে। এরমধ্যে কলকাতায় ১৩ জন, উত্তর ২৪ পরগনায় ৬ জন, হাওড়ায় ৪ জন প্রাণ হারিয়েছেন করোনায়। পূর্ব মেদিনীপুর, মালদা ও হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ গেছে। রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮ হাজার ৮৮১ জন।
রাজ্যে সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। গত একদিনে ৫২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে ১৭ হাজারের গণ্ডিও পার করে গেল রাজ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। রাজ্যে এখন করোনামুক্ত মানুষের সংখ্যা ১৭ হাজার ৩৪৮ জন। শতাংশের হিসাবে রাজ্যে সুস্থতার হার ৬৩.৯৯ শতাংশ। সুস্থতার হার অবশ্য ৬৫ শতাংশের ঘরে পৌঁছেও ৬৩-তে নেমে এল। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা