Kolkata

লকডাউন শুরু বিকেল ৫টায়, মাইকিং চলছে কন্টেনমেন্ট জোনে

রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে লকডাউন শুরু হচ্ছে। তার আগে চলছে জোরকদমে মাইকিং।

কলকাতা : রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে লকডাউন। এটা ২দিন আগেই ঘোষণা হয়েছিল। গত বুধবার বিস্তারিতভাবে কোন কোন জেলার কন্টেনমেন্ট জোন কী কী তা তালিকা করে পরিস্কার করে দেওয়া হয়েছে। যেসব এলাকা কন্টেনমেন্ট জোনের আওতায় পড়ছে সেখানে কঠোরভাবে পালিত হতে চলেছে লকডাউন। লকডাউনে কী করতে পারবেন, কী করবেন না তা মাইকিং করে পুলিশের তরফে পরিস্কার করে দেওয়া শুরু হয়েছিল বুধবার থেকেই। বৃহস্পতিবার সকালেও তা বজায় রইল।

মুখ্যমন্ত্রী গত বুধবার জানিয়েছেন আপাতত ৭ দিনের জন্য কঠোর লকডাউন থাকছে। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। সেক্ষেত্রে প্রয়োজনে যে লকডাউনের মেয়াদ বাড়তে পারে সে ইঙ্গিত রয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। কলকাতার ২৫টি এলাকা লকডাউনের আওতায় পড়েছে।

গত কয়েকদিন ধরেই হুহু করে বাড়ছিল করোনা সংক্রমণ। দৈনিক রাজ্যের করোনা সংক্রমণ লাফ দিচ্ছিল প্রায় ১ হাজারের কাছে। ফলে আনলক করেও ফের লকডাউনের রাস্তায় ফিরতে হয়েছে প্রশাসনকে। যেসব এলাকায় লকডাউন থাকছে সেখানকার মানুষজনের মধ্যে বৃহস্পতিবার সকালেই বাড়িতে খাবারদাবার থেকে প্রয়োজনীয় জিনিস মজুত করার হিড়িক নজর কেড়েছে অনেক জায়গায়। সামনের ৭ দিন বাড়িতেই থাকতে হলে সেইমত আনাজ, মাছ, মাংস, মুদির সামগ্রি সবই কিনতে দেখা গেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *