বৃদ্ধাকে পিটিয়ে খুন, গ্রেফতার পুত্রবধূ ও নাতি

বৃদ্ধাকে পিটিয়ে খুন করল তাঁর পুত্রবধূ ও নাতি। ঘটনাটি ঘটেছে বরানগরের নিয়োগীপাড়ায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান সম্পত্তিজনিত কারণেই মাধবী জানা নামে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। বৃদ্ধাকে বাঁচাতে এসে গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে শুভাশিস জানান। এই ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ শিখা জানা ও নাতি দেবাঞ্জন জানাকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই বৃদ্ধাকে প্রায়দিনই মারধর করত শিখা ও দেবাঞ্জন। এলাকায় ওই বৃদ্ধার নামে যে জমিটি রয়েছে তা লিখিয়ে নেওয়ার জন্যই এই অত্যাচার চলত বলে জানিয়েছেন তাঁরা। এদিন বৃদ্ধাকে মারতে এলে শিখা ও দেবাঞ্জনকে আটকাতে যান শুভাশিসবাবু। তখনই প্রথমে শুভাশিসবাবুর ওপর চড়াও হয় তারা। পরে পেরেক লাগানো চেলা কাঠ দিয়ে বৃদ্ধাকে নির্মমভাবে মারতে থাকে মা ও ছেলে। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।