রাজ্যে আর কোনও নতুন টোটোর ছাড়পত্র দেবে না সরকার। কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে এমনই জানাল তারা। এই মুহুর্তে ১ লক্ষ ১০ হাজারের মত টোটো রাস্তায় চলছে। সেই সমস্যা যাতে আর না বাড়ে সেদিকে নজর রাখতে বলে আদালতও। সেই সঙ্গে যেসব টোটো রাস্তায় চলছে সেগুলোর দুর্ঘটনা ঘটলে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যও রাজ্যকে জানিয়েছে হাইকোর্ট। যেসব টোটো চলছে সেগুলির বিমার ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারও উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে তারা। ইতিমধ্যেই বেশ কয়েকটি বিমা সংস্থার সঙ্গে এ বিষয়ে কথাও চলছে সরকারের। এছাড়া টোটোর আধুনিকীকরণের জন্য একটি টেকনিক্যাল কমিটিও গড়েছে রাজ্য সরকার। টোটোকে বৈধ যানের মর্যাদা দিতে মোটর ভেহিকলস আইনের আওতায় সেগুলিকে আনার জন্য ইতিমধ্যেই কেন্দ্রের কাছে আর্জিও পেশ করেছে রাজ্য।