Kolkata

শহরের ফুটপাতে বিস্ফোরণ, তৈরি হল ২০ ফুট গর্ত

কলকাতা শহরের অফিস পাড়ার কথা বললে প্রথমেই যে নামটা মনে আসে তা হল বিবাদী বাগ। চলতি কথায় ডালহৌসি চত্বর। সারা সপ্তাহটা এই পাড়া সকাল থেকে সন্ধে পর্যন্ত ব্যস্ত থাকলেও রবিবার বা ছুটির দিনে এলাকা থাকে কার্যত সুনসান। রবিবারও তাই ছিল। আর সেই সুনসান বিবাদী বাগে শেষ বিকেলের আলোয় আচমকা সকলকে চমকে দিয়ে ঘটল একটা বিস্ফোরণ। স্টিফেন হাউসের সামনের রাস্তায় প্রবল বিস্ফোরণে রীতিমত হকচকিয়ে যান স্থানীয় লোকজন।

বিস্ফোরণ হয় ফুটপাথে। আর ঠিক সেই সময় হাতে গোনা মানুষে পূর্ণ বিবাদী বাগের ঠিক ওই জায়গায় ভাগ্যক্রমে কেউ ছিলেন না। বিস্ফোরণ যদি কর্মময় দিনে হত তাহলে কিন্তু স্টিফেন হাউসের সামনের ফুটপাথ কানায় কানায় সারাক্ষণ ভর্তি থাকে। বিস্ফোরণে হুড়মুড়িয়ে মাটি ধসে নিচে নেমে যায়। একটি বিশাল গর্ত তৈরি হয়। দ্রুত হাজির হয় পুলিশ। আসে দমকল। দেখা যায় ২০ ফুট গর্ত তৈরি করেছে এই বিস্ফোরণ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পুলিশ কর্তারাও ছুটে আসেন। খতিয়ে দেখা হয় এটা কী ধরণের বিস্ফোরণ। আসে বম্ব স্কোয়াড, স্নিফার ডগ। বিস্ফোরণ হওয়া অংশ ঘিরে ফেলা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, বিস্ফোরণ কোনও বিস্ফোরক থেকে হয়নি। বরং পুলিশ কর্তাদের দাবি ছিল, এলাকায় তার ঠিক আগেই বিদ্যুতের ওঠানামা দেখা যায়। ফলে এটা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিস্ফোরণ হতে পারে। যদিও সিইএসসি সাফ জানিয়ে দিয়েছে এমনটা হয়নি। এলাকা কিন্তু ঘিরে রাখা হয়। মানুষের ভিড় জমে সন্ধের পরও।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *