Kolkata

৪ ঘণ্টা কলেজ স্ট্রিটের রাস্তায় বসে রইলেন হেয়ার স্কুলের অভিভাবকরা

কলকাতার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুল হেয়ার। সেই দ্বিশতাব্দী প্রাচীন হেয়ার স্কুলেই প্রাথমিকে শিক্ষক অপ্রতুল। এতটাই অপ্রতুল যে অভিভাবকদের দাবি নিয়মিত ক্লাস পর্যন্ত হয়না সেখানে। ফলে ছাত্রদের ক্ষতি হচ্ছে। এ নিয়ে আগেই আবেদন জানিয়েছেন অভিভাবকরা। তাতে কাজ না হওয়ায় তাঁরা মাস দুয়েক আগে একবার পথ অবরোধের রাস্তায় হাঁটেন। অভিভাবকদের দাবি, সে সময় তাঁদের স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দেন যে ১ মাসের মধ্যেই শিক্ষক নিয়োগ হবে। কিন্তু সেই ১ মাস অনেক আগেই পার করলেও শিক্ষকের দেখা নেই। তারই প্রতিবাদে বুধবার সকাল থেকে কলেজ স্ট্রিট অবরোধ করেন অভিভাবকরা। ট্রাম লাইনের ওপর বসে পড়েন তাঁরা।

কলেজ স্ট্রিটের মত জায়গায় পথ অবরোধের জেরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিন স্কুল, কলেজ, অফিস সবই খোলা থাকায় সমস্যায় পড়েন সকলে। ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হয়। এদিকে পুলিশ এসে অনুরোধ করলেও তাঁদের দাবি না মেটা পর্যন্ত তাঁরা এই অবরোধ থেকে সরবেন না বলে জানিয়ে দেন অভিভাবকরা। এভাবে ঘড়ির কাঁটা ঘুরতে থাকে। অবরুদ্ধ অবস্থায় পড়ে থাকে কলেজ স্ট্রিট।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অবশেষে বেলা ১০টার পর প্রাথমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হয় মাত্র ১ দিনের মধ্যেই ৫ জন নতুন শিক্ষক নিয়োগ করা হবে। তাঁরা বৃহস্পতিবার সকাল থেকেই ক্লাস নেবেন। এই আশ্বাস পাওয়ার পর অবশেষে অবরোধ তুলে নেন অভিভাবকরা। এদিকে ৪ ঘণ্টা অবরোধের জেরে ততক্ষণে মধ্য কলকাতার একটা বড় অংশে যানজট তৈরি হয়ে গেছে। এদিন ধর্মতলায় যুব তৃণমূলের কর্মসূচি থাকায় রাস্তার পরিস্থিতি আরও বেহাল হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *