Kolkata

২১শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে শহরে মানুষের ঢল

এখন কলকাতার মানুষ জানেন ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণকে কেন্দ্র করে যে সমাবেশ হয় তাতে শহরের চেহারাটা ওদিন কেমন হয়। একের পর এক লরি, মাটাডোর, বাস, গাড়িতে বিভিন্ন জেলা থেকে মানুষ হাজির হন এ শহরে। সকলেরই গন্তব্য ধর্মতলা। সেখানে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তা শুনতে হাজির হন তাঁরা। একদম উৎসবের মেজাজে পালিত হয় এই সমাবেশ। তৃণমূল কংগ্রেসের বার্ষিক সমাবেশ হয়ে দাঁড়িয়েছে ২১শে জুলাই।

২১শে জুলাই মানে দূরদূরান্ত থেকেও মানুষের ঢল। বহু মানুষ তাই ট্রেন ধরে ১-২ দিন আগেই শহরে হাজির হন। এজন্য সল্টলেক, কসবা সহ বেশ কিছু জায়গায় তাঁদের থাকার বন্দোবস্ত করা হয়েছে তৃণমূলের তরফে। আয়োজনের তদারকি করছেন তৃণমূল নেতারা। হাজার হাজার মানুষ এখানে হাজির হয়েছেন। টেন্ট পাতা হয়েছে। সেখানে খাওয়া, থাকা, স্নান সবই সারছেন তাঁরা। রয়েছে প্রয়োজন পড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুবিধা। ওষুধের ব্যবস্থা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

খাবার মেনুতে ভাত, ডাল, তরকারি, ডিম সবই রয়েছে। অন্যান্য বারের চেয়েও এবার ব্যবস্থা ভাল বলে দাবি করেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। গত শুক্রবার থেকেই এখানে ভিড় জমতে শুরু করেছে। শনিবার আরও বহু মানুষ বিভিন্ন ট্রেনে শহরে পৌঁছে হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে এখানে হাজির হন।

ধর্মতলায় ২১শে জুলাইয়ের মঞ্চও তৈরি। শেষ মুহুর্তের টাচ দেওয়ার কাজ চলছে। রয়েছে প্রচুর পুলিশ। তৃণমূল নেতারা এসে দেখে যাচ্ছেন কাজ কেমন হল। আয়োজন সব ঠিকঠাক আছে কিনা। এখন রবিবারের অপেক্ষা। তৃণমূল নেত্রী কী বার্তা দেন তা শুনতে মুখিয়ে আছেন দলের কর্মী সমর্থকেরা। সবে লোকসভা নির্বাচনে রাজ্যে বড়সড় থাবা বসিয়েছে বিজেপি। ২ বছর পর বিধানসভা নির্বাচন। তার আগে দলের শুদ্ধিকরণ ও বিজেপি ঠেকানোর কী মন্ত্র নেত্রী দেন সেদিকেই চেয়ে দলের নেতা থেকে কর্মী সকলেই।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *