ফের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়াল রাজ্য সরকার। ৭ মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। গত রবিবার ছিল গতবারে বর্ধিত মেয়াদের শেষ দিন। ফলে সোমবার রাজ্য সরকারি কর্মচারিরা তাকিয়েছিলেন কী হয় সেদিকে। অবশেষে ৭ মাস আরও মেয়াদ বাড়ল বেতন কমিশনের। এই নিয়ে ৫ বার বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি হল। ২০১৫ সালের ২৭ নভেম্বর ষষ্ঠ বেতন কমিশন তৈরি হয়। তৈরি হয় অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে। তারপর থেকে সেই বেতন কমিশনের মেয়াদ বেড়েই চলেছে।
ফের বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধিতে ক্ষোভের পারদ চড়ছে রাজ্য সরকারি কর্মচারিদের মধ্যে। ১০ বছর অন্তর তাঁদের বেতন কাঠামো সময়ের সঙ্গে নতুন করে তৈরি করতে বেতন কমিশন বসে। বেতন কমিশনে সাধারণত প্রতিবার বেতন বাড়ে। ফলে সেদিকে চেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মচারিরা। একইসঙ্গে ডিএ নিয়ে ক্ষোভ রয়েছে। মহার্ঘ ভাতায় এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের থেকে অনেকটা পিছিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারিরা। সেই ক্ষোভে কার্যত এদিন ঘৃতাহুতি দিয়েছে ফের বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি।
সময়ের সঙ্গে খরচ বাড়ে। তার সঙ্গে তাল মিলিয়ে তাঁদের বেতনেও বৃদ্ধি আশা করেন সরকারি কর্মচারিরা। সেই ২০১৫ সালে তৈরি হওয়ার পর এখনও মেয়াদ বেড়েই চলেছে ষষ্ঠ বেতন কমিশনের। ফলে তা নিয়ে হতাশাও বাড়ছে। এবার আবার লোকসভা ভোটে অনেকটাই ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় রাজ্য সরকারি কর্মচারিদের একটা বড় ভোট ব্যাঙ্ক নিয়ে রাজ্য সরকারের ভাবার সময় এসেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।













