Kolkata

মাধ্যমিকে জেলার জয়জয়কার, প্রথম ৫১ জনে কলকাতার মাত্র ১

মাধ্যমিকে ফের কামাল দেখাল জেলা। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাস। সৌগত পেয়েছে ৬৯৪ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে ২ জন। ২ জনই মেয়ে। যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে কোচবিহারের ইলাদেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা ও ফালাকাটার ফালাকাটা গার্লস হাইস্কুলের শ্রেয়সী পাল। ২ জনেরই প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় স্থানেও রয়েছে ২ জন। শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুলের ব্রতীন মণ্ডল ও রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ক্যামেলিয়া রায়। এদের প্রাপ্ত নম্বর ৬৮৯।

চতুর্থ স্থান অধিকার করেছে বড়বিশা হাইস্কুলের অরিত্র সাহা। অরিত্র পেয়েছে ৬৮৭ নম্বর। পঞ্চম স্থানে ফের রয়েছে ২ জন। হুগলি কলেজিয়েট স্কুলের সুকল্প দে ও কান্দি রাজা মণিন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুলের রুমনা সুলতানা। এবারের মাধ্যমিকে প্রথম ১০ জনে রয়েছে ৫১ জন ছাত্রছাত্রী। কলকাতার মাত্র ১ জন পড়ুয়া এই ৫১ জনের মধ্যে জায়গা করে নিতে পেরেছে।

এবার মাধ্যমিক পরীক্ষায় বসে ১০ লক্ষ ৫০ হাজার ৩৯৭ জন ছাত্রছাত্রী। মোট পাশের হার ৮৬.০৭ শতাংশ। আজ পর্যন্ত মাধ্যমিকে এত পাশের হার কখনও দেখা যায়নি। সেদিক থেকে পাশের হারে রেকর্ড গড়ল ২০১৯ সালের মাধ্যমিক। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক ছাত্র সৌগত দাস এবার মাধ্যমিকে প্রথম স্থান পেয়েছে। পূর্ব মেদিনীপুরই এবার রাজ্যের সবচেয়ে সফল জেলা। কারণ এই জেলা থেকেই সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী পাশ করেছে। পাশের হার ৯৬ শতাংশের একটু বেশি। অন্যদিকে কলকাতার পাশের হার ৯২ শতাংশের একটু বেশি।

মঙ্গলবার সকালে সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রতিবারের মত এবারও পর্ষদের নিজস্ব ওয়েবসাইট সহ বিভিন্ন ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। এসএমএস এর মাধ্যমেও ফল জানতে পারে পরীক্ষার্থীরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *