Kolkata

কাকভোরে মন ভাল করা বৃষ্টিতে ভিজল কলকাতা

Kolkata Newsসাজতে শুরু করেছিল গতকাল থেকেই। ভ্যাপসা গরমের পাশাপাশি রাতের দিকে ঠান্ডা হাওয়া‌ও বইতে শুরু করেছিল। বিকেলের পর থেকে ঘামটাও কিছু কমেছিল। কালো আকাশ গায়েব হয়ে লালচে হয়েছিল মেঘে ঢাকা আকাশ। যার ফল হাতেনাতে মিলল সোমবার কাকভোরে। মুহুর্মুহু বাজ পড়ার আওয়াজ আর তার সঙ্গে তাল মিলিয়ে প্রবল বর্ষণে ধুয়ে গেল ঘুমে আচ্ছন্ন কলকাতা সহ আশপাশের জেলাগুলি। যত বৃষ্টি বেড়েছে শরীর থেকে গরম ক্রমশ বেরিয়ে গেছে। আর তা বিলক্ষণ টের পেয়েছেন শেষ দুদিনে গরমে নাজেহাল শহরবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তেজ কমেছে ঠিকই কিন্তু বৃষ্টি থামেনি। জলভরা মেঘে ছেয়ে থাকা মেঘলা আকাশ আর টিপটিপ বৃষ্টি মাথায় করেই সপ্তাহের প্রথম দিনে কাজে বার হতে হয়েছে সকলকে। প্রবল বর্ষণে শহরের বিভিন্ন জায়গায় জলও জমে যায়। ফলে গন্তব্যে পৌঁছতে কিছুটা সমস্যায়ও পড়তে হয় অনেককে। তবে এজন্য বিরক্তিটা এদিন তেমন চোখে পড়েনি। এতদিনের প্রবল গরমের শেষে সাতসকালে পড়ে পাওয়া চোদ্দ আনার মত এমন এক মন ভাল করা বৃষ্টি আর ঠান্ডা মেঘলা আবহাওয়ায় বেশ খুশিই দেখিয়েছে সকলকে। কাজের বাইরে যেটুকু সময় বাঙালি আলোচনার জন্য বাঁচিয়ে রাখেন সেখানে এদিন রাজনীতি, ফুটবলকে ছাপিয়ে গেছে ভোরের বৃষ্টি।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *