Kolkata

কলকাতা পুরসভার সামনে কংগ্রেস-পুলিশ ব্যাপক ধস্তাধস্তি

বৃষ্টি নামলেই শহরের বেশ কিছু রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে। জল যন্ত্রণার শিকার হচ্ছেন মানুষজন। যেমন বর্ষার শুরুতেই দেখা গেছে বেহালা বা তিলজলাতে। বৃষ্টি কমলেও অনেক জায়গায় জল নামার নাম করেনা। এমনকি জল দাঁড়িয়ে থাকে পরদিনও। ঘরের মধ্যেও জল ঢুকে যায় একটু বৃষ্টিতেই। এই অবস্থার পরিবর্তনের দাবি তুলে এদিন কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকেরা। প্রথমে কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ, মিটিং করার পর একটি প্রতিনিধিদল পুরসভায় গিয়ে মেয়র পারিষদের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়ে আসেন।

এরপরই কিন্তু পুরসভার গেটের কাছে কংগ্রেস কর্মী ও কর্তব্যরত পুলিশ কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বেশ কিছুক্ষণ চলে এই অবস্থা। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। কংগ্রেস কর্মীদের পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কিছুক্ষণ এমন চলার পর অবস্থা স্বাভাবিক হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *