World

৪ মাসের অন্তর্বর্তী জামিনে মুক্ত খালেদা জিয়া

আর্থিক দুর্নীতি মামলায় ৫ বছরের কারাবাসের সাজা প্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের আবেদন মঞ্জুর করল ঢাকা হাইকোর্ট। সোমবার দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ বিএনপি নেত্রীর ৪ মাসের অন্তর্বর্তীকালীন জামিনে সিলমোহর দেয়। ফলে আপাতত গারদের বাইরে আসার ছাড়পত্র পেলেন খালেদা জিয়া।

বিদেশি মুদ্রা তছরুপের মামলায় তাঁকে ৫ বছরের কারাদণ্ডের সাজা দেয় বাংলাদেশের একটি আদালত। আদালতের সেই নির্দেশ মেনে গত ৮ ফেব্রুয়ারি তাঁকে জেলবন্দি করা হয়। এরপর ঢাকা হাইকোর্টে জামিনের আবেদন করেন খালেদা জিয়া। সেই আবেদনের শুনানির পর এদিন তাঁর ৪ মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদালত। এই খবরে বিএনপি কর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *