নাম বদলাতে বলেছিলেন ম্যানেজার, নতুন নামও ভেবেছিলেন, কি হয়েছিল জানালেন বিখ্যাত নায়ক
তাঁর নতুন ম্যানেজার তাঁকে প্রথমেই জানান নাম বদলে ফেলতে হবে। নতুন একটি নাম প্রায় স্থিরও হয়ে গিয়েছিল। ঠিক কি হয়েছিল জানালেন বিখ্যাত নায়ক।

তিনি কিশোর বয়স থেকেই অভিনয় করতেন। তবে আরও বৃহত্তর মঞ্চে নিজেকে অভিনেতা হিসাবে জায়গা করে দিতে তিনি একজন ম্যানেজার ঠিক করেন। তখন তাঁর ২০ বছর বয়স। তাঁর সঙ্গে প্রথম সাক্ষাতেই নেই নতুন ম্যানেজার তাঁকে জানান নামটা বদলে ফেলতে হবে।
তাঁর আসল নাম দিয়ে সিনেমা করলে চলবে না। তাঁকে একটা বেশ জুতসই নাম রাখতে হবে। সেটা সিনেমার জন্য। একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের কথা বললেন হলিউডের বিখ্যাত নায়ক কিয়ানো রিভস।
স্পিড, ম্যাট্রিক্স খ্যাত নায়ক জানান, তিনি কানাডার বাসিন্দা। সেখান থেকে হলিউডে পা রেখেছিলেন জীবনে অভিনেতা হিসাবে বড় কিছু করতে। কিন্তু হলিউডে ২০ বছর বয়সে পা রেখেই তাঁর নতুন ম্যানেজারের কাছে নাম বদলে ফেলতে হবে শুনে অবাক হয়ে গিয়েছিলেন।
ভেবেছিলেন হয়তো সেটাই উচিত হবে। তাই নতুন একটি নামও ঠিক করে ফেলেছিলেন। সিনেমার জগতে চাক স্প্যাডিনা নামে অভিনয় করা প্রায় স্থিরও করে ফেলেন কিয়ানো রিভস।
তবে শেষপর্যন্ত আর নাম বদলের দরকার পড়েনি। পিতৃদত্ত নামটাই তাঁর থেকে যায়। কিয়ানো রিভস নামেই জনপ্রিয় হন তিনি। প্রসঙ্গত কিয়ানো রিভসের পুরো নাম কিয়ানো চার্লস রিভস। তাই একসময় কেসি রিভস নামেও সিনেমা করার কথা ভেবেছিলেন তিনি।
৬১ বছরের কিয়ানো রিভসের ঝুলিতে হিট সিনেমা নেহাত কম নয়। স্পিড বা ম্যাট্রিক্স ছাড়াও তাঁর বিখ্যাত সিনেমাগুলির মধ্যে রয়েছে নক নক, পয়েন্ট ব্রেক, কনস্টানটাইন, এ ওয়াক ইন দ্যা ক্লাউডস, সুইট নভেম্বর সহ অনেক সিনেমা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা