Entertainment

সলমন খানের পর ছাড় পেলেননা তাঁর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনাও

বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে এভাবে যে সোশ্যাল সাইটে খোলাখুলি হুমকির মুখে পড়তে হবে তা বোধহয় ক্যাটরিনা বা ভিকি কৌশল ভাবতেও পারেননি।

বলিউডের ২ তারকা গাঁটছড়া বেঁধেছেন সবে কিছুদিন হল। ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল সাতপাকে বাঁধা পড়েছেন। বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিন পালনে ক্যাটরিনাকে নিয়ে মালদ্বীপ উড়ে গিয়েছিলেন ভিকি কৌশল। সেখানে তাঁরা দারুণ কিছু মুহুর্ত কাটান।

স্বামীস্ত্রী এমন সুন্দর প্রকৃতির কোলে একান্তে সময় কাটানোর কিছু মুহুর্তের ছবি তাঁরা সোশ্যাল সাইটেও শেয়ার করেন। আর ঠিক তার পরই আসে ক্যাটরিনার জন্য হুমকি।

সোশ্যাল সাইটে খোলাখুলি তাঁর স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে এক ব্যক্তি বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ক্যাটরিনার স্বামী অভিনেতা ভিকি কৌশল।

মুম্বই শহরের সান্তাক্রুজ থানায় এই অভিযোগ দায়ের করেছেন ভিকি। পুলিশ অভিযোগ গ্রহণও করেছ। ইতিমধ্যেই ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

এভাবে খোলাখুলি যে ক্যাটরিনার মত অভিনেত্রীকে হত্যার হুমকি দেওয়া হবে তা ভিকি বা ক্যাটরিনাও কল্পনা করতে পারেননি। তবে বলিউডে এখন হত্যার হুমকি নতুন নয়।

মাস খানেকও যায়নি বলিউড সুপারস্টার সলমন খান এবং তাঁর বাবা সেলিম খানকে হত্যার হুমকি দেওয়া হয়। অপরাধ জগত থেকেই আসে এই হত্যার হুমকি। তারপরই সলমন খান ও তাঁর বাবার সুরক্ষা জোরদার করে পুলিশ।

এই ঘটনার পর সলমন একটি বন্দুক রাখার জন্য লাইসেন্স চেয়েছিলেন। তার আবেদন অবশ্য মঞ্জুর হয়নি। সলমন খানের পর এবার তাঁর প্রাক্তন প্রেমিকা বলে খ্যাত ক্যাটরিনা কাইফও পেলেন হত্যার হুমকি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button