National

মানি হারা কেরালা

প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ কেএম মানি। কেরালার অন্যতম বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা কোনওদিন ভোটে হারেননি। এ এক দুরন্ত রেকর্ড। তাও আবার সেই ১৯৬৫ সাল থেকে। একজন রাজনৈতিক নেতার জীবনে এর চেয়ে বড় পাওনা আর কী হতে পারে! বেশ কিছুদিন ধরেই তিনি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

কেরালায় কংগ্রেস ভেঙে যখন ১৯৬৪ সালে কেরালা কংগ্রেস তৈরি হয় তখন সেই কেরালা কংগ্রেসের টিকিটেই জেতেন মানি। সেই তাঁর রাজনৈতিক জীবনের শুরু। তারপর কালক্রমে কেরালা কংগ্রেস এম তৈরি হয়। এখন সেই দল কংগ্রেসের অন্যতম শরিক। ইউডিএ-র অন্যতম শরিক। কেরালায় দলমত নির্বিশেষে মানি ছিলেন এক এমন নেতা যাঁর স্থান ছিল সবকিছুর উর্ধ্বে। সবাই তাঁকে সম্মান করতেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দীর্ঘ রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটল মঙ্গলবার। ৮৪ বছর বয়সে চলে গেলেন কেরালার রাজনৈতিক জগতের কিংবদন্তি এক মানুষ। তাঁর মৃত্যুতে প্রায় সব দলের তরফেই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। কেরালা জুড়েই শোকের ছায়া।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *