National

কার্গিল বিজয় দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

কার্গিল বিজয় দিবসের ১৭তম বার্ষিকীতে কার্গিলে শহিদ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা‌জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, কার্গিলে শত্রুদের অনুপ্রবেশ রুখতে যেভাবে সেনা জওয়ানরা লড়াই করেছিলেন তা দেশ কখনও ভুলবে না। বীর সেনাদের পাশাপাশি এদিন কার্গিল যুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর দৃঢ় সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রতি বছরের মত এদিনও কাশ্মীরের দ্রাস সেক্টরে কার্গিলে শহিদ সেনাদের স্মরণে তৈরি সৌধে শ্রদ্ধা জানান সেনা আধিকারিকরা। অশ্রুসজল চোখে সৌধে ফুল রেখে শ্রদ্ধা জানান শহিদ সেনাদের পরিবারের সদস্যরাও। ১৯৯৯ সালের গ্রীষ্মকালে সকলের অলক্ষ্যে কাশ্মীরের দুর্গম কার্গিল সেক্টর দখল করে নেয় পাক সেনা। দীর্ঘ লড়াইয়ের পর পাহাড়ের ওপরে বসে লড়াই করা পাক সেনাদের হটিয়ে ফের কার্গিল পুনর্দখল করে ভারতীয় সেনা। সেই পুনর্দখলের দিনটা ছিল ২৬ জুলাই। তাই প্রতিবছরই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হয়।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *