Entertainment

কিসের অপেক্ষায়, ছবি দিয়ে জানালেন করিনা

বলিউড তারকা করিনা কাপুর খান একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন কিসের অপেক্ষায় রয়েছেন তিনি।


মুম্বই : পরনে জিনস। ফুলহাতা টিশার্ট। তার ওপর একটি হাত কাটা পাফার জ্যাকেট। একদম মেকআপ নেই মুখে। চোখে মুখে একটা চিন্তার ছাপ। কিসের যেন অপেক্ষায় রয়েছেন। ক্যামেরার দিক থেকে মুখ ঘোরানো। মাথার চুলটা যা হোক করে মাথায় জড়ানো। একটি সোফায় বসে আছেন তিনি। তিনি করিনা কাপুর খান। বলিউডের অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী। সেই গ্ল্যামার ছবিতে উধাও! এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন করিনা। তলায় লিখেছেন একটি ক্যাপশন।


Kareena Kapoor
করিনা কাপুরের করা পোস্ট, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @kareenakapoorkhan

করিনা কাপুর খান লিখেছেন তিনি অপেক্ষায় আছেন। অপেক্ষায় আছেন ২০২১-এর। বোঝাই যাচ্ছে করিনার মনের অবস্থাও ভারতের অনেক মানুষের মতই। যাঁরা চাইছেন ২০২০টা যত দ্রুত সম্ভব বিদায় নিক। আসুক ২০২১ সাল। করোনা বিধ্বস্ত এই বছরটাকে আর একেবারেই চাইছেন না কেউ। কর্মহীন, অলস, আতঙ্কে ভরা এই দুঃস্বপ্নের মত সময়টা পার করতে চাইছেন সকলেই।


নেটিজেনরা অবশ্য করিনার এই লুক এবং তাঁর ২০২১-এর অপেক্ষাকে স্বাগত জানিয়েছেন। অনেকেই জানিয়েছেন, তাঁরাও তাই চাইছেন। করিনা কাপুর খানকে শেষ দেখা গেছে ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায়। ইরফান খানের শেষ ছবিতে। এরপর তাঁকে দেখা যাবে অমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। যা হলিউডের বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল হিন্দি রিমেক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *