সন্তানের মা হওয়া মানেই নিজের আগের সুন্দর দৈহিক গঠনকে অনেকটাই হারিয়ে ফেলা। সঙ্গে দোসর অঙ্গ শিথিলতা আর শরীরের বিভিন্ন স্থানে অযাচিত ‘স্ট্রেচ মার্ক’-এর আবির্ভাব। এই দুয়ের কারণে শরীরের সৌন্দর্যের একেবারে বারোটা বেজে যাওয়ায় মন খারাপ হয়ে যায় অনেক মায়েদের। তবে মাতৃত্বের নিজস্ব তো একটা লাবণ্য আছে। অথচ মাতৃত্বজনিত চামড়ার শিথিলতা বা প্রসারিত দাগের কোনওটাই নেই তৈমুরের মায়ের শরীরে। এমনকি মাতৃত্বজনিত স্বাভাবিক লাবণ্য গায়েব করিনার চেহারায়। অথচ সদ্যই তো তিনি মা হয়েছেন। এর পিছনে নির্ঘাত তবে ফটোশপের কারসাজি আছে! এই অভিযোগে বিদ্ধ হতে হল প্রবল জনপ্রিয় আমেরিকান ফ্যাশন পত্রিকা ‘ভোগ’-কে।
সম্প্রতি পত্রিকাটি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে। যেখানে পত্রিকার কভার পেজে করিনাকে দেখা যাচ্ছে কমলা রঙের বিকিনিতে। গায়ে রয়েছে সাদা রঙের লম্বা নেটের শ্রাগ। ছবিতে করিনাকে মোহময়ী লাগছে বটে। তবে ছবিতে সইফ ঘরণীর কৃত্রিম সৌন্দর্য মন ভরাতে পারেনি তাঁর অনুরাগীদের। ১ বছরের তৈমুরের মায়ের টানটান তন্বী ত্বক ও দৈহিক গঠন ছবির স্বাভাবিকত্ব নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে নেটিজেনদের মনে। তাঁদের কারও দাবি, করিনার ডান পা-টা ভীষণ অস্বাভাবিক দেখাচ্ছে। আবার কেউ মনে করেছেন, করিনার থাই দুটো যেন জ্যামিতিক আকারের, একেবারে সোজা। করিনার একজন ভক্ত তো আবার একহাত নিয়েছেন ‘ভোগ’-কে। একজন মায়ের স্বাভাবিক স্বাস্থ্যকর চেহারার বদলে তাকে বিকৃত করে দেখানোর অভিযোগে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। একজন সদ্য মা হওয়া নারীর শারীরিক গঠন সম্পর্কে ‘ভোগ’-এর ‘অনভিজ্ঞতা’র জন্য পত্রিকাকে এক হাত নিয়েছেন সমালোচকেরা। ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @kareenakapoorkhan