Kolkata

কুমোরটুলিতে সমান্তরাল ব্যবসা কালীর সাজ

মণ্ডপে সাজসজ্জা সহ শ্যামামূর্তি দেখে অভ্যস্ত সকলে। মুণ্ডমালা পরিহিতা। হাতে মুণ্ডমালা, খাঁড়া। এলো চুল। গলায় লাল টকটকে মালা। মাথায় মুকুট, জরির সাজ, গয়না ইত্যাদি। সাধারণত প্রতিমা যখন শিল্পীর ঘর থেকে প্যান্ডেলে পৌঁছয় তখন কিন্তু এসব থাকে না। প্রতিমাকে এগুলি দিয়ে সাজিয়ে তুলতে হয়। তারজন্য এগুলি আলাদা করে কিনতে হয়। ফলে কালীপুজোকে সামনে রেখে প্রতিমার সাজসজ্জার একটা সমান্তরাল বাজার কুমোরটুলিতে এই সময়ে গমগম করে। বিক্রেতাদের দম ফেলার সময় থাকে না। প্রতিমার সাজকে কেন্দ্র করে দিন গুজরানও হয় বেশ কিছু সংখ্যক মানুষের।

কুমোরপাড়ায় ঢোকার ঠিক মুখেই রোহিত নামে একটি ছোট্ট ছেলে জানতে চাইল ‘দাদা, কি লাগবে বলুন?’ দেখলাম একটি ছোট গুমটিতে সে সাজের ঢালাও পসরা সাজিয়ে বসেছে। তার থেকেই জানা গেল, থার্মোকলের মডেলের সম্ভার মূলত ২ ধরণের। পাতলা জোড়ার দাম ১৫০ টাকা এবং মোটা জোড়ার দাম ২৫০ টাকা। মাকালীর ছোটসজ্জার দর ২২০ থেকে শুরু, ৩৫০ খরচ করলে অবশ্য পেয়ে যাবেন বড়সজ্জা। আবার যদি আপনার প্রিয়জনকে উপহার হিসেবে দিতে চান তাহলে কুলোয় প্রমাণ সাইজের আবক্ষ কালী পেয়ে যাবেন ৪০০ টাকায়। আরেক বিক্রেতা বাবলু জানালেন, আজকাল শোলার চাহিদা কমে গেলেও জরির সাজের সামগ্রির কাটতি বেশ ভালোই। এ তল্লাটে রঞ্জিত সরকারের দোকানের সম্ভার প্রাচুর্যে সমৃদ্ধ। তিনি জানালেন শুধুমাত্র মাথার চুলই তিন প্রকারের। গুণমানও আলাদা। ১৮০ টাকা থেকে শুরু করে ৪৫০ টাকায় ডবল কালারিং ১ গ্রস মাপের চুল কিনতে পারেন। পাটের তৈরি মাকালীর মূর্তিও রয়েছে। তবে এটা সাজানোর উপাদান হিসাবেই বেশি ব্যবহার করা হয়। দক্ষিণা ৪০০ থেকে ২০০০ টাকা মাপ অনুযায়ী। এরপরেই পাশের দোকান থেকে বিক্রেতার গলা শুনতে পাওয়া গেল, খদ্দেরকে বলছেন, দেবী মূর্তির ১০ ফুটের গয়নার দাম পড়বে ৩০ থেকে ৩৫ হাজার। রয়েছে খাঁড়া, মুণ্ডের পসরাও।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সব মিলিয়ে কালী পুজোর মুখে কুমোরটুলির সাজসজ্জার দোকানে এখন বারোয়ারির প্রবল ভিড়। তবে শুধু বারোয়ারিই নয়, সাজের জিনিস কিনতে এখানে ভিড় জমান দূরদূরান্তের ব্যবসায়ীরা। রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই, এমনকি পাশের রাজ্য বিহার, ঝাড়খণ্ড থেকেও এখানে কালী প্রতিমার সাজ কিনতে মানুষ ভিড় করেন। এঁরা মূলত কিনে নিয়ে যান বিক্রি করার জন্য। ফলে এঁদের চাহিদার পরিমাণও বেশি। একটা দুটো কিনলে যা দাম, এঁদের ক্ষেত্রে সেই একই দামও হয়না। তবে এঁরা অনেকেই মুখ চেনা। ফি বছর বিক্রির জন্য কলকাতার কুমোরটুলিতে বিশেষ বিশেষ চেনা পরিচিত দোকানেই হাজির হন তাঁরা। সেটাও একটা বড় বাজার যা কুমোরটুলির সাজ বিক্রেতাদের বছরের একটা বড় বিক্রি উপহার দেয় মাত্র কয়েকদিনে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *