SciTech

অনন্ত মহাশূন্যে অচেনা রঙিন ছটা, অবাক করা দৃশ্য দেখাল জাপান

এমন দৃশ্য প্রায়ই মহাকাশ বিজ্ঞানীদের অবাক করে। নতুন করে ভাবায়। এমন অচেনা, অদেখা দৃশ্য ফের দেখা গেল। কি ওগুলো জানালেন বিজ্ঞানীরা।

মহাশূন্যকে সম্পূর্ণ জেনে ফেলা এখনও ধরাছোঁয়ার বাইরে। তবে বিজ্ঞান থেমে থাকেনা। অজানাকে জানার লড়াই বিজ্ঞানীরা চালিয়ে যান। জানার চেষ্টা করেন সত্যকে। এই লড়াইয়ে এখন তাঁদের সবচেয়ে বড় হাতিয়ার আধুনিকতম প্রযুক্তি, অতিশক্তিশালী টেলিস্কোপ, মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসানো মহাকাশ গবেষণার টেলিস্কোপ এবং আরও নানা প্রযুক্তি।

যা এতদিনের জানা তথ্যকেও অনেক সময় ভুল প্রমাণ করে সত্যিটা সামনে এনে দিচ্ছে। জাপানের স্যাটেলাইটস সায়েন্স টিম তাদের এক্স-রে ইমেজিং অ্যান্ড স্পেকট্রোস্কপি মিশনের তোলা একটি ছবি এবার সামনে আনল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ছবিতে দেখা গেছে এক বহু বহু দূরের নক্ষত্রপুঞ্জকে। আর দেখা গেছে এক বিপুল ধ্বংসাবশেষকে। যদিও সে ধ্বংসাবশেষ থেকে যে রংয়ের ছটা বেড়িয়ে আসছে তা দেখে চোখ সরানো মুশকিল। ধ্বংসও এত সুন্দর হয় মহাশূন্যে, এটা ভেবেও অবাক হচ্ছেন বিজ্ঞানীরা।

জাপানের এক্স-রে ইমেজিং অ্যান্ড স্পেকট্রোস্কপি মিশনের কৃত্রিম উপগ্রহ স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন নামে যান নিয়ে এখন ছুটে চলেছে চাঁদের দিকে। ইতিমধ্যেই তা চাঁদের কক্ষে ঢুকেও পড়েছে।

সফলভাবেই তা চাঁদের মাটির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। যদি এভাবে সবকিছু ঠিকঠাক এগোয় তাহলে তা আগামী ২০ জানুয়ারি চাঁদের মাটিতে পা রাখতে সক্ষম হবে।

আর যদি জাপানের এই যান চাঁদের মাটিতে সফলভাবে পা রাখতে পারে তাহলে জাপান হবে বিশ্বের পঞ্চম দেশ যারা চাঁদের মাটি স্পর্শ করল। ভারত চতুর্থ দেশ হিসাবে এই বিরল সাফল্য অর্জন করেছে। তারপরই তালিকায় স্থান হবে জাপানের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *