World

সমুদ্রের ঢেউ থেকে ঠিকরে বেরোচ্ছে নীল আলো, ভেল্কি দেখতে ভিড়

রাতের অন্ধকারে সমুদ্রের ঢেউয়ের সাদা ফেনা নজরে আসে। কিন্তু সেই ঢেউতে আলো জ্বলতে কেউ দেখেছেন কি? এমনই এক আজব ঘটনার সাক্ষী হলেন অনেকে।

সন্ধে নামার পরও অনেকেই সমুদ্রের ধারে ঘুরতে পছন্দ করেন। অন্ধকারে সমুদ্রের দিকে তাকালে ঢেউয়ের আছড়ে পড়ার সময় যে সাদা ফেনা তৈরি হয় তা নজরেও আসে। আর কানে বাজে সমুদ্রের সেই একটানা শব্দ। রাত চাঁদনি হলে তো কথাই নেই। আরও মোহময় হয়ে ওঠে সমুদ্র।

এমন দৃশ্য দেখে অনেকেই অভ্যস্ত। কিন্তু ঢেউ যদি হঠাৎ ঝলমলে আলোয় জ্বলে ওঠে তাহলে তো অবাক হওয়ারই কথা। অনেকেই সেটা হলেনও। অবাক হয়ে চেয়ে দেখলেন সামনে সমুদ্রের ঢেউ জ্বলছে আলোকছটায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

একটা করে ঢেউ আছড়ে পড়ছে আর উজ্জ্বল নীল আলোয় ভরে যাচ্ছে ঢেউয়ের জল। এ কি দৃশ্য! যাঁদের নজরে এল তাঁরা সকলেই অবাক চোখে চেয়ে রইলেন সেদিকে।

এমনটাও সম্ভব! সমুদ্রের ঢেউ থেকে আলো ঠিকরে বার হচ্ছে। খবর পেয়ে অনেকেই ছুটে এলেন এ দৃশ্য চর্মচক্ষে দেখতে। পর্যটকেরা অনেকে আবার অনেক বেশি অর্থ দিয়ে নৌকা ভাড়া করলেন সমুদ্রে ভেসে এ দৃশ্য প্রত্যক্ষ করার জন্য।

ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একাধিক সমুদ্রসৈকতে। কেন এই অবাক কাণ্ড ঘটল? বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটা এক ধরনের শৈবালের কারণে হয়েছে। এই অ্যালগিগুলি সমুদ্রের ধারের কাছে সচরাচর আসেনা। কিন্তু এক্ষেত্রে এসে পড়ায় এমনটা হয়েছে।

শৈবালের কারণে এই নীল আলোর ছটা ঠিকরে বার হয়েছে সমুদ্রের ঢেউ থেকে। এই অ্যালগিগুলি প্রাকৃতিক ভাবেই উজ্জ্বল আলো হয়ে ঝলমল করতে থাকে। যা সমুদ্রের ঢেউয়ের জলে মিশে এমন এক চোখ ধাঁধানো আলোয় অবাক করেছে সকলকে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *