SciTech

মাটির তলা থেকে পাওয়া গেল ছুরির মত নখের একদম নতুন ডাইনোসর

এও এক অনন্য আবিষ্কার। ডাইনোসর যে আরও অন্য রকমও ছিল তার খোঁজ পেলেন গবেষকেরা। এ ডাইনোসরের নখ আবার ছুরির মত ধারাল।

ডাইনোসর যে ছিল তা তো প্রমাণিত। তবে এখনও যত রকম ডাইনোসরের খোঁজ মিলেছে সেটাই যে শেষ নয় তা ফের একবার প্রমাণ হল। অন্য আরও নানা ধরনের চেহারার ডাইনোসর ছিল এ বিশ্বের বুকে। যাদের চেহারা অন্য রকম, বৈশিষ্ট্যও আলাদা।

এমনই এমন একদম নতুন ধরনের ডাইনোসরের খোঁজ মিলল। মাটি খুঁড়ে তার তলা থেকে পাওয়া গেল এক জীবাশ্ম। যা পরীক্ষা করার পর গবেষকেরা দেখেন সেটি একটি ডাইনোসরের জীবাশ্ম। যা এতদিন ধরে জানা ডাইনোসরদের থেকে আলাদা। এদের আবার নখ ছিল ছুরির মত ধারাল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

জাপানের হোক্কাইডোতে খনন চালিয়ে এই ডাইনোসরের খোঁজ মিলেছে। গবেষকেরা জানাচ্ছেন তাঁরা পরীক্ষা করে দেখেছেন এই ডাইনোসরগুলি ১৪ কোটি ৫ লক্ষ বছর আগে থেকে ৬ কোটি ৬ লক্ষ বছর আগে পর্যন্ত নিশ্চিন্তে সমুদ্রের ধারে বিচরণ করে বেড়াত। ক্রেটেসিয়াস যুগে পূর্ব এশিয়ায় নিশ্চিন্তে বসবাস করত। মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের গবেষকদের দল এই খোঁজ পেয়েছে।

বিজ্ঞানীরা এই জীবাশ্ম পরীক্ষার পর এই নতুন খোঁজ পাওয়া ডাইনোসরের নাম রেখেছেন প্যারালিথেরিজিনোসরাস জ্যাপোনিকাস। থেরিজিনোসরাস নামে এক প্রকারের ডাইনোসরাস গোষ্ঠীর মধ্যে পড়ে এই নতুন পাওয়া ডাইনোসর।

এই আবিষ্কার অবশ্যই ডাইনোসর নিয়ে চলা গবেষণায় এক নতুন দিগন্ত খুলে দিল। যা আগামী দিনে ডাইনোসর নিয়ে নতুন করে জানার পথ খুলে দেবে উৎসাহী মানুষজনের জন্য।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *