SciTech

ইতিহাস লিখে ১২ দিনের জন্য মহাকাশে বেড়াতে গেলেন এক আরবপতি

বেড়াতে এখানে ওখানে তো সকলেই যান। ইনি গেলেন মহাকাশে বেড়াতে। তবে তাঁর এই বেড়াতে যাওয়া বিশ্বে এক নয়া ইতিহাস রচনা করল।

বেড়াতে যাওয়ার জন্য পৃথিবীর কোনও স্থান তাঁর পছন্দ নয়। আসলে তিনি আগামী দিনে যেতে চলেছেন চাঁদে বেড়াতে। তবে তার আগে বলা ভাল ওয়ার্মআপ সারতে একবার ১২ দিনের জন্য মহাকাশে ঘুরতে গেলেন তিনি। যা এক নয়া ইতিহাস রচনা করল।

এর আগে ব্যক্তিগত উড়ানে পৃথিবী ও মহাশূন্যের সীমানা ছুঁয়ে এসেছেন অ্যামাজন কর্তা। তবে ইনি তার চেয়েও অনেক দূরে গেলেন।


জাপানের এই আরবপতি ধনী ইউসাকু মেজাওয়া হাজির হলেন সোজা মহাকাশ কেন্দ্রে। স্পেস স্টেশনেই তিনি ১২ দিন থাকবেন। এখানে কেমন করে দিন কাটে মহাকাশচারীদের তা সেখানে থেকে উপলব্ধি করবেন মেজাওয়া।

বুধবার ভারতীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে কাজাখস্থান থেকে মেজাওয়া উড়ে যান মহাকাশের দিকে। সঙ্গে ছিলেন তাঁর সহকারী ইয়োজো হিরানো এবং রাশিয়ার পোড় খাওয়া মহাকাশচারী আলেকজান্ডার মিসুরকিন।


সয়ুজ এমএস-২০ রকেটে চেপে তাঁরা মহাকাশের দিকে উড়ে যান। এর আগে বেসরকারি মহাকাশযান সংস্থা স্পেসএক্স-এর চন্দ্রাভিযানে ইউসাকু মেজাওয়া নাম লিখিয়ে রেখেছেন।

ফলে স্পেসএক্স যখন চাঁদে পাড়ি দেবে তখন সেই যানে তিনিও একজন সদস্য হিসাবে থাকবেন। তার আগে মহাকাশে সময় কাটানোর অভিজ্ঞতাটা করে নিতেই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাড়ি দিলেন মেজাওয়া।

জাপানের অন্যতম ধনী মেজাওয়ার এই মহাকাশে ঘুরতে যাওয়া কিন্তু আগামী দিনে বেড়ানোর নয়া ঠিকানার ইঙ্গিত স্পষ্ট করছে বিশ্বের সাধারণ মানুষের সামনে। আগামী দিনে হয়তো এমন বেড়াতে যাওয়া জলভাত হতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button