অনেক মহিলার সঙ্গে সম্পর্ক, স্বামীর পকেট ঘেঁটে জানতে পারলেন স্ত্রী, নিলেন আজব পদক্ষেপ
তাঁর স্বামীর সঙ্গে বহু মহিলার সম্পর্ক রয়েছে। সেকথা স্বামীর পকেট ঘাঁটতে গিয়ে ২ জিনিস দেখে নিশ্চিত হন স্ত্রী। ঝগড়া নয়, এরপর নেন আজব পদক্ষেপ।
তাঁদের দেখা হয় এক বন্ধুর মাধ্যমে। সেখান থেকেই পরিচয়। যা বিয়ে পর্যন্ত গড়ায়। এরপর তাঁদের এক সন্তানও জন্ম নেয়। তবে সে সন্তান জন্মগতভাবে এক বিরল রোগে আক্রান্ত। সন্তানের সেবা শুশ্রূষায় কোনও ফাঁক রাখেননি ওই মহিলা। তিনি কার্যত একা হাতেই সন্তানের লালন পালন করতে থাকেন।
তাঁর স্বামী ব্যস্ত। কিন্তু সেই ব্যস্ত স্বামীর পকেট ঘাঁটতে গিয়ে একদিন এমন ২টি জিনিস মহিলা হাতে পান যে তাঁর কাছে সবকিছু পরিস্কার হয়ে যায়। তার একটি হল কন্ডোমের প্যাকেট এবং অন্যটি কামোত্তেজক বস্তু।
এগুলি হাতে পাওয়ার পর স্ত্রীর কাছে সব পরিস্কার হয়ে যায়। তিনি এও জানতে পারেন যে তাঁর স্বামীর ৫২০ জন মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। যার মধ্যে নীল ছবির নায়িকারাও রয়েছেন।
স্বামীকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করায় তিনি অবলীলায় জানিয়ে দেন এটা তাঁর পেশাগত জীবনে সাহায্য করে। তিনি মানসিক চাপ মুক্ত করতে এই সম্পর্ক তৈরি করেন।
এটা শোনার পর ওই মহিলা তাঁর সঙ্গে ঝগড়া করতে পারতেন। অন্য কোনও পদক্ষেপও নিতে পারতেন। কিন্তু তিনি সেসব রাস্তায় না হেঁটে এক আজব রাস্তায় হাঁটেন।
জাপানের ওই মহিলা তাঁর স্বামীকে নিয়ে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক পরীক্ষা করে জানান তাঁর স্বামী দৈহিক সম্পর্ক তৈরিতে নেশাগ্রস্ত। তাঁর থেরাপিও শুরু হয়।
এদিকে সন্তানকে নিয়ে কিছুদিন পর আলাদা হয়ে যান ওই মহিলা। এখন তিনি একাই সন্তানকে বড় করছেন। আর তাঁর এই অভিজ্ঞতার কাহিনি কমিকের রূপে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সাউথ চায়না মর্নিং পোস্ট-এ খবরটি প্রকাশিত হওয়ার পর নানা সংবাদমাধ্যমে তা প্রকাশিত হয়।













