World

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য প্রাচীন বৌদ্ধমন্দিরে উচ্চারিত হল মন্ত্র, বাজল সেতার

সুদূর জাপানের একটি বিখ্যাত বৌদ্ধমন্দির। প্রাচীনত্বের নিরিখে নজরকাড়া। সেখানকার প্রধান পুরোহিত এবার প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। রয়েছে বিশেষ কারণ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য জাপানের একটি বৌদ্ধমন্দিরে প্রার্থনার ব্যবস্থা হল। যে প্রার্থনা নিজে করলেন সেখানকার প্রধান পুরোহিত। যে বৌদ্ধমন্দিরে প্রার্থনা হল সেটি জাপানের অতি প্রাচীন এক বৌদ্ধমন্দির।

বয়স ৬০০ বছর। এই ৬০০ বছর পুরনো মন্দিরটি জাপানে রীতিমত জনপ্রিয়। বহু মানুষ সে মন্দিরে হাজির হন। কিন্তু কেন এই প্রার্থনা? কারা আয়োজন করলেন এই প্রার্থনার?

জাপানের বিখ্যাত বৌদ্ধমন্দির হল জোজোজি বৌদ্ধমন্দির। এখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এই প্রার্থনার বন্দোবস্ত করা হয়। এখানে মনে হতেই পারে ১৭ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রীর জন্মদিন। তাহলে এত দেরিতে প্রার্থনা কেন?

কারণ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুরু হয়েছে ২ সপ্তাহব্যাপী সেবা পাখওয়াড়া। সেবা পাখওয়াড়া ২ সপ্তাহব্যাপী এক উদ্যোগ যা বিশ্ব জুড়ে শান্তি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেবে। তারই অঙ্গ হিসাবে জাপানে বসবাসকারী ভারতীয়রা এই সেবা পাখওয়াড়ার ব্যবস্থা করেছিলেন।

তাঁরাই জোজোজি বৌদ্ধমন্দিরে এই প্রার্থনার ব্যবস্থা করেন। যেখানে প্রধানমন্ত্রীর দীর্ঘজীবন কামনা করে প্রার্থনা করেন মন্দিরের প্রধান পুরোহিত। এই সময় জাপানে বসবাসকারী হিন্দু, শিখ ও বৌদ্ধরা উপস্থিত ছিলেন।

এছাড়া এখানে সেতার পরিবেশন করেন জাপানের বিখ্যাত সেতার বাদক আকিকো কোকুবু। তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই তাঁর ভারতীয় মার্গ সঙ্গীতের প্রতি অনুরাগের জন্ম হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *