SciTech

ব্যাকটেরিয়া দিয়ে নতুন পরিবেশ বান্ধব প্লাস্টিক, কোন দেশের বিজ্ঞানীরা পথ দেখালেন

প্লাস্টিকের ব্যবহার সর্বত্র। বিশ্বজুড়েই প্লাস্টিকের ব্যবহার হয়। কিন্তু তা আদপে পরিবেশের ক্ষতি করে চলেছে। তবে আগামী দিনে হয়তো এর থেকে রেহাই মিলতে চলেছে।

এশেরিকিয়া কোলাই বা ই কোলাই ব্যাকটেরিয়া সম্বন্ধে কমবেশি অনেকের জানা। এশেরিকিয়া কোলাই নামে এই ব্যাকটেরিয়া মানবদেহেও বাস করে। মানুষের অন্ত্রে তারা বাস করে। অনেকক্ষেত্রেই ই কোলাই অন্ত্রে নিজের মত থাকে। মানুষের ক্ষতি করেনা।

কিন্তু ই কোলাই যখন ভয়ংকর হয়ে ওঠে, তখন ডায়রিয়া, ইউরেনাল ট্র্যাকে সংক্রমণ জাতীয় নানা সমস্যার জন্ম হয়। সেই ই কোলাই ব্যাকটেরিয়াকে কাজে লাগালেন একদল বিজ্ঞানী।

ই কোলাই ব্যাকটেরিয়াদের গ্লুকোজ ও বিশেষ ধরনের পাচক উপাদান খাওয়ান গবেষকেরা। তারপর তাকে কাজে লাগানো হয় পরিবেশ বান্ধব প্লাস্টিক উৎপাদনের কাজে। যা থেকে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি করা সম্ভব হয়েছে।

এগুলি নাইট্রোজেন ভিত্তিক হওয়ায় তা পরিবেশের জন্য ভাল। পিইটি প্লাস্টিক যেমন পরিবেশের ক্ষতি করে, এই ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে তৈরি প্লাস্টিক পিডিসিএ প্লাস্টিক তৈরি করে।

এই ধরনের প্লাস্টিকের ক্ষতিকর দিকটি নেই। জাপানের কোবি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই বিশেষ ধরনের প্লাস্টিক তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছেন।

প্লাস্টিক দূষণ এখন বিশ্বের অন্যতম এক সমস্যা। সমুদ্রের তলাতেও এখন প্লাস্টিক পাওয়া যাচ্ছে। সামুদ্রিক অনেক মাছ ও প্রাণি তা খেয়ে অসুস্থ হচ্ছে। অনেক সময় তাদের জীবন যাচ্ছে।

প্লাস্টিক সহজে নষ্ট হয়না। ফলে তা পরিবেশের ভয়ানক ক্ষতির কারণ হচ্ছে। সেই প্লাস্টিককে সরিয়ে যদি এমন পরিবেশ বান্ধব প্লাস্টিকের প্রচলন বাড়ানো যায় তাহলে পরিবেশ বাঁচবে, মানুষ সহ জীবজগতও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। জার্নাল মেটাবলিক ইঞ্জিনিয়ারিং পত্রিকায় এই ব্যাকটেরিয়া দিয়ে প্লাস্টিক তৈরির কথা প্রকাশিত হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *