World

এ দেশে ১০০ বছর পার করা মানুষের সংখ্যা ছুঁল ৯৯ হাজার, দাপট মহিলাদের

এও এক বিশ্বরেকর্ড। বিশ্বের অনেক বেশি সংখ্যক বাসিন্দার দেশেও ৯৯ হাজার শতায়ু মানুষ নেই। এই রেকর্ডে আবার দাপটে এগিয়ে মহিলারা।

বয়স ১০০ বছর পার করেছে এমন মানুষের দেখা পাওয়াই বেশ কঠিন। অনেকে ১০০ বছর পার করা মানুষের সম্বন্ধে শুনেছেন, ছবি দেখেছেন, সংবাদে পড়েছেন, কিন্তু দেখেছেন কি?

ভারতের মত বিশ্বের সবচেয়ে বেশি মানুষের দেশেই যেখানে ১০০ বছর পার করা মানুষের দেখা মেলা ডুমুরের ফুলের মত শোনায়, সেখানে জাপানের মত তুলনায় অনেক কম সংখ্যক বাসিন্দার দেশে এবার ৯৯ হাজার পার করল শতায়ু মানুষের সংখ্যা।

একথা জানিয়েছে খোদ জাপানের স্বাস্থ্যমন্ত্রক। তারা এটাও জানিয়েছে দেশে ১০০ পার করা মানুষের সংখ্যা এবার ফের নতুন উচ্চতা ছুঁয়ে ফেলল।

গত বছরের তুলনায় জাপানে শতায়ু মানুষের সংখ্যা বাড়ল ৪ হাজার ৬৪৪ জন। অনেকেই ভাবছেন আগামী বছরই হয়তো জাপান ১০০ বছর পার করা মানুষের সংখ্যায় ১ লক্ষের গণ্ডি পার করে যাবে।

জাপান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, জাপানে প্রতি ১ লক্ষ দেশবাসীর মধ্যে ৮০.৫৮ জন শতায়ু মানুষ রয়েছেন। তালিকায় শতায়ুর সংখ্যায় আবার পুরুষদের নেহাতই পিছনে ফেলে দিয়েছেন মহিলারা।

শতায়ু পার করা বৃদ্ধার সংখ্যা এখন জাপানে ৮৭ হাজার ৭৮৪ জন। শতাংশের হিসাবে ৮৮ শতাংশ। অন্যদিকে তুলনায় পুরুষ শতায়ুর সংখ্যা অনেকটাই নগণ্য। এখন জাপানে পুরুষ শতায়ুর সংখ্যা ১১ হাজার ৯৭৯ জন।

২০২৪ সালের খতিয়ান অনুযায়ী জাপানে মহিলাদের গড় জীবন ৮৭.১৩ বছরের হয়। অন্যদিকে পুরুষদের সে তুলনায় কম। পুরুষদের গড় বয়স ৮১.০৯ বছর। ১৯৬৩ সালে জাপান সরকার প্রথমবার দেশে শতায়ুর সংখ্যা গোনা শুরু করে। তারপর থেকে প্রতিবছরই এই সংখ্যা গোনার কাজ হয়ে আসছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *