World

দিনে ২ ঘণ্টার বেশি স্মার্টফোন নয়, কোন শহরে লাগু হচ্ছে এই নিয়ম, না মানলে কি হবে

একদিনে ২ ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার করতে পারবেননা শহরের বাসিন্দারা। কোন শহরে জারি হতে চলেছে এই নিয়ম। কেউ যদি না মানেন তাহলে কি হবে।

এখন তো শহর থেকে গ্রাম, সর্বত্রই স্মার্টফোন মানুষের হাতে হাতে। কমবয়সী থেকে বৃদ্ধ, সব বয়সের মানুষই স্মার্টফোনে দিনের অনেকটা সময় কাটাচ্ছেন। কিন্তু তা শরীরের জন্য মোটেও ভাল নয়। নানাধরনের শারীরিক সমস্যা হতে পারে এ থেকে।

সেকথা মাথায় রেখে একটি শহরের মেয়র নিজে উদ্যোগী হয়েছেন স্মার্টফোন ব্যবহারে তাঁর শহরে লাগাম দিতে। এজন্য অর্ডিন্যান্স জারি করতে চলেছেন তিনি। তৈরি হয়ে গেছে অর্ডিন্যান্সের খসরাও। এখন নিয়ম লাগু হওয়া সময়ের অপেক্ষা।

নিয়ম লাগু হলে শহরবাসী যারা স্কুলে পড়ে তারা স্কুলের বাইরে ২ ঘণ্টার বেশি স্মার্টফোন বা ট্যাবলেট বা কম্পিউটার, ব্যবহার করতে পারবেনা। একই নিয়ম বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য।


তাঁরাও অফিস বা কর্মস্থলের বাইরে দিনের মধ্যে মাত্র ২ ঘণ্টার জন্যই স্মার্টফোন বা ট্যাবলেট বা কম্পিউটার ব্যবহার করতে পারবেন। জাপানের টোয়োকে শহরের মেয়র এই উদ্যোগ নিয়েছেন।

স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে এই নিয়ম শহরে লাগু হওয়ার পর ওই শহরের বাসিন্দারা যাঁরা এই নিয়ম ভাঙবেন তাঁদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে নগর প্রশাসন? এক্ষেত্রে প্রাথমিকভাবে জানানো হয়েছে এটা নিয়ম করা হচ্ছে ঠিকই, তবে তা কিছুটা আবেদন ও পরামর্শের মতই।

কারণ এই নিয়ম কেউ ভাঙলে যে তাঁকে কোনও জরিমানা বা ফৌজদারি মামলার মুখে পড়তে হবে এমনটা নয়। কোনও কড়া পদক্ষেপ গ্রহণ নয়, বরং এই নিয়ম মেনে চলার ক্ষেত্রে শহরবাসীর সচেতনতার ওপর ভরসা রাখছে টোয়োকে শহরের প্রশাসন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *