National

জঙ্গি সন্দেহে হায়দরাবাদ থেকে আটক ১১

ভারতে বড়সড় হামলার ছক কষছিল আইএস। জঙ্গিদের জন্য প্রয়োজনীয় নির্দেশ আসছিল সিরিয়া থেকে। আইএসের এই অভিসন্ধির খবর এদিন জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কার্যত গোয়েন্দা তৎপরতায় বড়সড় হামলার হাত থেকে রেহাই পেল ভারত। তুরস্কের বিমানবন্দরে জঙ্গি হামলার পর বুধবার হায়দরাবাদে আইএস জঙ্গিদের এক গোপন ডেরার সন্ধান পায় এনআইএ। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর বিস্ফোরক ও আধুনিক আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয় নগদ ১৫ লক্ষ টাকাও। আইএস সন্দেহে ১১ জনকে আটক করেছেন এনআইএ আধিকারিকরা। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হায়দরাবাদ জুড়ে বুধবার সকাল থেকে খানাতল্লাশিও চালান তাঁরা। এনআইএ-র দাবি, ভারতের বিভিন্ন প্রান্তে হামলা চালানোর জন্য এখানে অস্ত্র ও বিস্ফোরক মজুত করা হচ্ছিল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button