World

বার্সেলোনায় সন্ত্রাসের থাবা, ভ্যানে পিষে, গুলি চালিয়ে পালাল জঙ্গি

ইউরোপে একের পর এক দেশকে গ্রাস করছে সন্ত্রাসের থাবা। ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ইংল্যান্ডের পর সেই তালিকায় নাম জুড়ল স্পেনের। স্পেনের বার্সেলোনার ব্যস্ত এলাকা লা রামব্লা। বাজার এলাকা। এখানে গাড়ি চলাচল করে না। কেবল মানুষের যাতায়াত। সেখানেই এদিন নিস হানার আদলে অতিকায় ভ্যান নিয়ে ঢুকে পড়ে বেপরোয়া এক জঙ্গি। তারপর পাশবিক উল্লাসে ভ্যানে পিষে দিতে থাকে পথচলতি নিরীহ মানুষজনকে। কিছুটা এগিয়ে ভ্যান দাঁড় করিয়ে নেমে পড়ে ওই জঙ্গি। ঢুকে পড়ে পাশের রেস্তোরাঁয়। সেখানেও এলোপাথাড়ি গুলিবর্ষণ করে সেখান থেকে চম্পট দেয় সে।

এদিনের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। ঘটনার পর লা রামব্লা-য় শোনা গেছে শুধুই আর্তনাদ। রাস্তায় ছড়িয়ে আছে রক্ত। মানুষজন যন্ত্রণায় কাতরাচ্ছেন। জঙ্গি সংগঠন আইএস এই ঘটনার দায় স্বীকার করেছে। ২০০৪ সালে মাদ্রিদ বোমা বিস্ফোরণে ১৯১ জনের মৃত্যু হয়। সেই ভয়ংকর ঘটনার পর এদিনের ঘটনাই স্পেনের বুকে দ্বিতীয় বৃহত্তম জঙ্গি হানা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *