Kolkata

মাদার হাউস ওড়াতে চেয়েছিল মুসা : এনআইএ

কলকাতার মাদার হাউস উড়িয়ে দেওয়ার ছক কষেছিল মুসা। চার্জশিটে এমনই উল্লেখ করল এনআইএ। গত ৪ জুলাই সন্ত্রাসবাদী সংগঠন আইএসের সঙ্গে যোগাযোগ রয়েছে সন্দেহে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করা হয় মহম্মদ মুসাকে। মুসার সঙ্গে যে আইএসের হ্যান্ডলারদের যোগাযোগ রয়েছে তার তথ্য প্রমাণও হাতে আসে এনআইএ-র। এরপর মুসাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এনআইএ আধিকারিকরা। এবার চার্জশিটে এনআইএ জানাল, কলকাতার মাদার হাউস উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল মুসা। তাদের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ, মার্কিন ও রাশিয়ান পর্যটকরা। যাঁরা কলকাতায় এলে মাদার হাউসে আসেনই। মাদার হাউস ওড়াতে পারলে এই সব বিদেশি পর্যটকরা মারা যেতেন। আর সেটাই চেয়েছিল মুসা। কেন এমন ভাবনা, এনআইএ জানিয়েছে, সিরিয়া ও লিবিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করছে এই দেশগুলি। তাই এদের দেশের মানুষকে হত্যা করে তার বদলা নিতে চেয়েছিল আইএস অনুরাগী মুসা। এদিকে এফবিআই ও বাংলাদেশের আরএবি মুসাকে জেরা করেছে। তাদের সন্দেহ বাংলাদেশের ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে যে সন্ত্রাসবাদী হানা হয় তাতেও মুসা যুক্ত।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *