Entertainment

অবস্থার অবনতি, আইসিইউতে ইরফান খান

তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় বলিউড অভিনেতা ইরফান খানকে ভর্তি করতে হল হাসপাতালে। আইসিইউতে রাখা হয়েছে তাঁকে।

বলিউড তারকা ইরফান খানের শারীরিক অবস্থা অনেক দিন ধরেই খারাপ। বিদেশে তাঁর দীর্ঘ চিকিৎসা হয়। বিরল রোগ নিউরোএন্ডোক্রাইন টিউমার রয়েছে তাঁর। দীর্ঘ চিকিৎসার পর তিনি মুম্বই ফেরেন। তারপর পরিবারের সঙ্গেই ছিলেন। ‘আংরেজি মিডিয়াম’ নামে একটি সিনেমায় অভিনয়ও করেন। ক্রমশ সুস্থও হয়ে উঠছিলেন। কিন্তু আচমকাই তাঁর অবস্থার অবনতি হতে থাকে। ফলে লকডাউনের মধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

মুম্বইতে কোভিড-১৯ জাঁকিয়ে বসেছে। অনেক মানুষ সেখানে করোনা আক্রান্ত। বেশ কিছু হাসপাতালও করোনা সংক্রমণের কারণে বন্ধ। এমন এক অবস্থায় ইরফানকে নিয়ে তাঁর স্ত্রী ও তাঁর ২ ছেলে ছোটেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। সেখানে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকেরা। অনেকেই ফোনে ইরফানের শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন।

কদিন আগেই মাকে হারিয়েছেন ৫৩ বছরের এই বলিউড তারকা। তাঁর মা সাইদা বিবি থাকতেন জয়পুরে। ইরফান থাকেন মুম্বইতে। এখন লকডাউন চলায় মায়ের মৃত্যু সংবাদ পেয়েও ইরফান মায়ের শেষকৃত্যে যোগ দিতে মুম্বই থেকে জয়পুর যেতে পারেননি। ফলে মোবাইলেই মাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। লাইভে দেখেন মায়ের শেষকৃত্য। এদিকে লকডাউন শুরুর ঠিক আগের দিনই মুক্তি পেয়েছিল ইরফানের আংরেজি মিডিয়াম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *