রাজপথের দখল নিল ১৫ হাজার কাঁকড়া, পালালেন আশপাশের মানুষ
এক রাজপথের দখল নিল ১৫ হাজার কাঁকড়া। যারা দিকের তোয়াক্কা না করে যেদিকে পারল হাঁটা লাগাল। স্থানীয়দের তা দেখে হাল বেহাল।
কাঁকড়া অনেকেই খেতে পছন্দ করেন। বেশ সুস্বাদু পদ তৈরি হয় কাঁকড়া দিয়ে। বিভিন্ন সমুদ্রসৈকতের আশপাশে কাঁকড়ার পদের প্রচুর দোকান পাওয়া যায়। ভারত বলে নয়, বিদেশের অধিকাংশ দেশেই কাঁকড়া এক জনপ্রিয় পদ। ফলে কাঁকড়ার চাহিদাও অনেক।
খেতে সুস্বাদু হলেও কাঁকড়ারা এককাট্টা হয়ে স্বাধীনভাবে হাঁটাচলা শুরু করলে অনেকেই দূরে সরে যান। কারণ কাঁকড়া দাড়া দিয়ে সজোরে চেপে ধরলে রেহাই পাওয়া মুশকিল। তাই যখন রাস্তার দখল আচমকা কাঁকড়াদের হাতে চলে যায় তখন মানুষ দূরে সরে যাওয়াই শ্রেয় বলে মনে করেন।
এই ১৫ হাজার কাঁকড়া যাচ্ছিল এক দেশ থেকে অন্য দেশে। সেখানকার বিভিন্ন রেস্তোরাঁয় পৌঁছে যাওয়ার কথা ছিল। ছিল একটি ট্রাকে। কিন্তু মাঝরাস্তায় সেই ট্রাক উল্টে যায়।
অ্যালুমিনিয়ামের বড় বড় জায়গায় রাখা কাঁকড়াগুলি এরফলে বেরিয়ে পড়ে রাস্তায়। তারপর তারা স্বাধীনতা পেয়ে যেদিকে পারে হাঁটা লাগায়। গোটা রাস্তাটা চলে যায় ১৫ হাজার কাঁকড়ার দখলে।
ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের ডোনেগাল এলাকায়। ট্রাকটি পর্তুগালে যাচ্ছিল। কিন্তু মাঝরাস্তায় এই দুর্ঘটনায় সব কাঁকড়া রাস্তায় পড়ে যায়। তারা মুক্তির পথে হাঁটা লাগায়।
যদিও সে সুখ বেশিক্ষণ তারা ধরে রাখতে পারেনি। দ্রুত ট্রাক উল্টে যাওয়ার খবর পৌঁছয় বিভিন্ন দফতরে। সেখান থেকে কাঁকড়াদের ফের ঝুলিবন্দি করতে ১০ জন উদ্ধারকর্মীকে পাঠানো হয়।
তাঁরা একটা করে কাঁকড়া ধরে তাঁদের সঙ্গে থাকা ঝুলিতে পুরতে থাকেন। এভাবে ১৮ ঘণ্টার পরিশ্রমে ৯৫ শতাংশ কাঁকড়াকে ফের বন্দি করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।













