সিংহ ঘুরছে খবর পেয়ে ছুটে এল পুলিশ, দেখা পেল অন্য প্রাণির, নাম আবার আরেক প্রাণির
যাকে বলে একের পিঠে এক চমক। সিংহ ঘুরছে জানতে পেরে পুলিশ ছুটে আসে। কিন্তু তারা যাকে পায় সে অন্য প্রাণি। কেন তাকে সিংহ মনে হল তা আবার আর এক কাহিনি।
একটি সিংহ জঙ্গলে ঘুরছে। তার আশপাশে লোকালয়। ফলে সেখানকার বাসিন্দাদের সুরক্ষা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। এক ট্রাক চালকই প্রথম এই সিংহের ছবি পোস্ট করেন সমাজ মাধ্যমে। যা নজরে পড়ে পুলিশেরও।
প্রাথমিকভাবে সকলের মনে হয় ওটা আফ্রিকান সিংহ। স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার কথা বিবেচনা করে পুলিশ ছুটে যায়। তারপর সিংহের খোঁজ করতে গিয়ে তারা যাকে পায় সে কোনও সিংহ নয়। আসলে একটি কুকুর।
কিন্তু একটা কুকুরকে দেখে সিংহ মনে হল কীভাবে! আয়ারল্যান্ডে ঘটা এই ঘটনায় পুলিশ জানায়, আসলে ওই কুকুরটির লোম ছাঁটা হয়েছিল। এমনভাবে হয়েছিল যে মাথা থেকে গলার নিচ পর্যন্ত অংশের লোম রেখে বাকি দেহের লোম অনেকটা ছেঁটে ফেলা হয়।
ফলে মাথা ও গলার কাছের লম্বা লম্বা লোম দেখে সিংহের কেশর বলে মনে হয়। আর সেখানেই যত ভুল ভাবনার জন্ম। অনেকটা দূর থেকে কৃষকদেরও নজর কেড়েছিল সেই কুকুরটি। যাকে অনেক দূরে গাছের ফাঁকে দেখে কৃষকদেরও মনে হয় সেটি একটি সিংহ।
এদিকে যে কুকুরটিকে পুলিশ খুঁজে পায় তার নাম আবার মাউস। বাংলায় নেংটি ইঁদুর। তবে কুকুরটিকে পাওয়ার পর তার স্বভাবে আপ্লুত পুলিশ আধিকারিকরা।
কেবল তার অবাক করা লোম ছাঁটার কারণে যত ভুল বোঝাবুঝির উৎপত্তি হয়। মজার ব্যাপার হল কুকুরটির লেজের লোমও কাটা হয়। তবে একদম শেষ প্রান্তের একটা গোছা লোম রেখে দিয়ে। ঠিক যেমন সিংহদের থাকে।













