National

অভিনব উপায়ে প্রায় ৬ কোটি টাকার মাদক পাচারের চেষ্টা, গ্রেফতার বিদেশি

অভিনব উপায়ে পাচার করা হচ্ছিল কয়েক কোটি টাকার হেরোইন। ঘটনায় বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে এক বিদেশিকে।

অভিনব উপায়ে হেরোইন পাচার করা হচ্ছিল ক্যাপসুলের মধ্যে পুরে সেগুলিকে গিলে নিয়ে। শুল্ক বিভাগের অফিসাররা উগান্ডার এক নাগরিককে গ্রেফতারের পর হেরোইন পোরা ৮৫টি ক্যাপসুল উদ্ধার হয়েছে।

ঘটনাটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের। পাচারকারীকে প্রথমে আটক করে পরে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ৫.৯ কোটি টাকা মূল্যের হেরোইনের পাচার আটকানো সম্ভব হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

উগান্ডার ওই নাগরিকের কাছ থেকে ৮৪৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এই পরিমাণ হেরোইন ৮৫টি ক্যাপসুলে ভরে ওই পাচারকারী গিলে নেয়। উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের বাজারদর ভারতীয় মুদ্রায় ৫.৯ কোটি টাকা।

ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মাদক পাচারে অভিযুক্ত বিদেশির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কাস্টমস আধিকারিকরা গ্রেফতার হওয়া বিদেশিকে আদালতে পেশ করেন।

আদালতের কাছে অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজত চান আধিকারিকরা। আদালত সেই আবেদন মঞ্জর করে। অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত। অভিযুক্তকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। ঘটনার বিশদ তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *