মহাকাশে ফের ইতিহাস লিখতে চলেছে ভারত, মুকুটে জুড়বে নতুন পালক
৩০ জুলাই দিনটি ভারতের মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে ফের এক নতুন অধ্যায় লিখতে চলেছে। ফের বিশ্বের সামনে নিজেকে প্রমাণ করতে চলেছে ভারত।

অপেক্ষা এখন সেই মাহেন্দ্রক্ষণের। ৩০ জুলাই বিকেল ৫টা ৪০ মিনিট। যা কেবল ঘড়িতে বাজবে না, লিখবে এক নতুন ইতিহাস। বিশ্বের দরবারে ভারতের মাথা ফের একবার উঁচু করবে।
মহাকাশ বিজ্ঞানে ভারতের সাফল্যের মুকুটে ফের এক নতুন পালক জুড়তে চলেছে। ওইদিনই ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দেওয়ার কথা নিসার-এর।
নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার স্যাটেলাইট বা এনআইএসএআর বিশ্বের সবচেয়ে বড় আর্থ সায়েন্স মিশন হতে চলেছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা হাতে হাত মিলিয়ে এই মিশনকে সফল করতে চলেছে।
নিসার মহাকাশে পৌঁছে পৃথিবীর ওপর নজর রাখবে। যা হয়তো পৃথিবীকে নতুন করে চিনতে সাহায্য করবে। পৃথিবীর মাটি ও বরফ ঢাকা অঞ্চলকে প্রতি ১২ দিনে ২ বার করে খতিয়ে দেখবে নিসার। পর্যবেক্ষণ করবে প্রতি সেন্টিমিটার স্থানের হালহকিকত।
এভাবে পৃথিবীকে পর্যবেক্ষণ করা এর আগে কখনও হয়নি। এরফলে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, হিমবাহের নড়াচড়া, সবকিছু সম্বন্ধেই খবর পাওয়া সম্ভব হবে। তাতে আগাম প্রস্তুতি নেওয়াও সম্ভব হবে।
এছাড়া মানুষ কতটা পৃথিবীর স্থলভাগে ছড়িয়ে পড়ছে, চাষাবাদ কেমন এগোচ্ছে তারও খবর রাখবে নিসার। পৃথিবীকে অন্যভাবে চিনতে সাহায্য করবে ইসরো ও নাসার এই যৌথ উদ্যোগ। যা মহাকাশ বিজ্ঞানে বিপ্লব তৈরি করতে চলেছে।
শুভাংশু শুক্লার আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটিয়ে আসার ইতিহাসের হাত ধরেই ফের নতুন এক ইতিহাস রচনার পথে ভারত। অপেক্ষা এখন ৩০ জুলাইয়ের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা