ইতিহাসের দরজায় ভারত, মহাকাশে মানুষ পাঠানোর প্রথম পদক্ষেপ কবে জানাল ইসরো
মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারত। এটা তো জানাই ছিল। কিন্তু কবে সেটাই ছিল বড় প্রশ্ন। সেই লক্ষ্যে প্রথম পদক্ষেপও এখন শুধু সামান্য সময়ের অপেক্ষা।
মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারত। যার পোশাকি নাম গগনযান। এই গগনযান রকেটের কোড নাম জি১। কিন্তু মানুষ তো আর প্রথমেই পাঠানো যাবেনা। তার আগে সেই যাত্রা নিশ্চিত করা দরকার। কোনও ভুলত্রুটি থাকলে তা ঠিক করে নেওয়া দরকার।
আর তার জন্য দরকার পরীক্ষা। গগনযান রকেটের বিভিন্ন অংশ রয়েছে। সেগুলি তৈরি হওয়া প্রায় শেষের পর্যায়। সেগুলিকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে নিয়ে আসা হবে আগামী নভেম্বর মাসে। তারপর সেগুলিকে একত্র করে তৈরি করতে যেটুকু সময় লাগবে।
ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সাংবাদিকদের জানিয়েছেন, সম্ভবত ডিসেম্বরেই তাঁরা মহাকাশে মানুষ পাঠানোর প্রথম পদক্ষেপ নিতে চলেছেন। প্রথম পরীক্ষামূলক যান উড়ে যাবে আকাশে।
দেখা হবে কোনও ভুল ত্রুটি রয়েছে কিনা। এমন একাধিক পরীক্ষামূলক উড়ানের পর সবদিক থেকে নিশ্চিন্ত হলে তারপর মহাকাশে উড়ে যাবেন ভারতীয় মহাকাশচারীরা।
ভারতের রাকেশ শর্মা প্রথম মহাকাশে যান। কিন্তু তা ভারতীয় প্রযুক্তির হাত ধরে ছিলনা। ১৯৮৪ সালে পূর্বতন সোভিয়েত রাশিয়ার সয়ুজ টি-১১ মিশনে তিনি মহাকাশে যান।
তবে ভারত এই প্রথম মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। ভারত তার নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে মানুষ পাঠিয়ে মহাকাশ বিজ্ঞানে আরও একটা মাইলস্টোন পদক্ষেপ নেওয়ার অপেক্ষায়। তারই প্রথম ধাপ হয়তো ডিসেম্বরে চাক্ষুষ করবেন দেশবাসী।
প্রসঙ্গত চাঁদে পা রেখে ভারত যে সক্ষমতার পরিচয় দিয়েছে তারপর মহাকাশ বিজ্ঞানের বিশ্বে ভারতের নাম এখন সম্ভ্রমের সঙ্গেই নেওয়া হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা