SciTech

অগাস্টেই মহাকাশ বিজ্ঞানে হইচই ফেলে দিতে চলেছে ইসরো

চাঁদে যান পাঠিয়ে ইতিমধ্যেই বিশ্বের নজর কেড়েছে ইসরো। কিন্তু চাঁদ কার্যত কিছুই নয়। এবার তারা প্রায় অসম্ভবকে সম্ভব করছে চলেছে অগাস্টে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ইতিমধ্যেই চন্দ্রযান-৩-কে চাঁদে পাঠানো নিয়ে বিশ্বের নজর কেড়েছে। সেই যান চাঁদের মাটিতে আগামী ২৩ অগাস্ট ঠিকঠাক অবতরণ করুক এটাই মনেপ্রাণে চাইছেন ভারতবাসী। আর এরমধ্যেই বিশ্ব মহাকাশ বিজ্ঞানের দুনিয়ায় নতুন করে হইচই ফেলে দিয়েছে ইসরো।

ইসরো এবার সূর্যের দিকে যান পাঠাতে চলেছে। আর তা পাঠাচ্ছে অগাস্ট মাসের শেষেই। চাঁদে ল্যান্ডার বিক্রম অবতরণ করার পরই দেশের মাটি থেকে সূর্যের দিকে তাক করে উড়ে যাবে আদিত্য-এল১।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

আদিত্য-এল১ মূলত পাঠানো হবে সূর্যের করোনাল মাস ইজেকশন-এর উৎস ও কাজ খুঁজে দেখতে। সহজ কথায় করোনাগ্রাফি উপগ্রহ হিসাবেই সূর্যের দিকে পাড়ি দেবে আদিত্য-এল১।

আদিত্যকে মহাকাশে পৌঁছে দিয়ে আসবে পিএসএলভি রকেট। এটি তারপর দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছবে সান আর্থ সিস্টেমের ল্যাগরেঞ্জ পয়েন্টে। যাকে এল১ বলা হচ্ছে।

এর পাশেই একটি কক্ষে প্রবেশ করবে আদিত্য। যেখান থেকে নিরন্তর সে সূর্যকে সামনে থেকে পাবে। কোনও গ্রহণ তাকে কাজ করতে বাধা দেবেনা। কারণ গ্রহণের জন্য সূর্যের সামনে আসারই কিছু থাকবেনা। এতটাই সূর্যের কাছে পৌঁছে যাবে সেটি।

Indian Space Research Organisation
আদিত্য-এল১-এর প্রচার পুস্তিকা, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

মহাকাশ বিজ্ঞানে বিশ্বের এক অন্যতম নাম ভারত। ভারতের মহাকাশ বিজ্ঞানে অগ্রগতি অবশ্যই তাকে ক্রমশ আমেরিকা, রাশিয়া ও চিনের পর জায়গা করে দিচ্ছে। আদিত্য সফল হলে ভারত মহাকাশ বিজ্ঞানের অন্য স্তরে উঠে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *