SciTech

মহাকাশে পাড়ি দেবে রোবট মানবী, পরিচয় করাল ইসরো

২০২২ সালে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ইসরো। ভারতীয় বায়ুসেনার ৩ উইং কমান্ডারকে নিয়ে তৈরি হবে টিম। এই ৩ জনই মহাকাশে পাড়ি দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করবেন। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তার আগে অবশ্য সবদিক খতিয়ে দেখে নিতে চাইছেন বিজ্ঞানীরা। আর সেজন্যই ২টি মিশন তাঁরা পাঠাতে চলেছেন মহাকাশে। যা পরীক্ষামূলকভাবে পাঠানো হবে। সেই ২টি অভিযানে থাকবে নারীরূপী হিউম্যানয়েড ‘ব্যোমমিত্র’। সেই ব্যোমমিত্র-এর সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দিল ইসরো।

এক ঝলক দেখলে মনে হবে এক তরুণী। আদপে রোবট মানবী। ইনি ব্যোমমিত্র। তবে এর পুরো দেহ নেই। কোমরের নিচের অংশ নেই। তবে এই রোবট মানবী সামনে ঝুঁকতে পারে। ২ পাশে ঝুঁকতে পারে। যে কোনও জীবন চিনতে পারে। কথাও বুঝতে পারে। বলতেও পারে। নভশ্চরদের সঙ্গে দিব্যি কথা বলতে পারে ব্যোমমিত্র। এছাড়া সুইচ প্যানেলের কাজ জানে। এমন নানা গুণের অধিকারী ব্যোমমিত্র-কেই পাঠাতে চলেছে ইসরো।

মহাকাশে মানুষ পাঠানোর আগে যে ২টি মিশন হবে তা চলতি বছরের শেষ থেকে সামনের বছরের মাঝামাঝির মধ্যে কোনও একটা সময়ে হবে। এই রোবট মানবীকে পাঠিয়ে ইসরো মানুষের সুরক্ষা নিয়ে নিশ্চিত হতে চাইছে। বেঙ্গালুরুতে এদিন ব্যোমমিত্র-এর সঙ্গে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। মিশন গগনায়ন-কে সফল রূপ দিতে ইসরো যে কোনও ফাঁক রাখতে চাইছে না তাদের কর্মকাণ্ড থেকেই পরিস্কার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *