Business

আড়াই বছরে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম বাড়ল সর্বোচ্চ


৬৩ টাকা ৪৪ পয়সা। মঙ্গলবার ডলার পিছু ভারতীয় মুদ্রার দাম দাঁড়াল এটাই। ২০১৫ সালের জুলাই মাসের পর ডলারের সাপেক্ষে টাকার মূল্যমান এমন জায়গায় পৌঁছতে পারেনি। এই অঙ্কের চেয়ে অনেক বেশিই থেকেছে ডলারের সাপেক্ষে দাম। নতুন বছরের শুরুতেই টাকার মূল্যমান বৃদ্ধিতে বেজায় খুশি বাজার। হিসাব বলছে ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার মূল্যমান ২০১৭ সালে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা ভারতীয় মুদ্রাকে অক্সিজেন জুগিয়েছে। এছাড়া ভারতীয় ক্যাপিটাল মার্কেটে ভাল টাকা লগ্নি হয়েছে। তার সুফল মঙ্গলবার ঘরে তুলেছে ভারতীয় মুদ্রা।


তবে টাকার এমন উৎসবের দিনে ভারতীয় শেয়ার বাজার কিন্তু ছিল নিরুত্তাপ। মুম্বই শেয়ার বাজারের সূচক সেনসেক্স সোমবার যেখানে ছিল সেখানেই শেষ করেছে। নিফটি মাত্র ৬ অঙ্ক উঠেছে। যা উল্লেখ করা বা না করা একই। সেনসেক্স বন্ধ হয়েছে ৩৩ হাজার ৮১২ পয়েন্টে। নিফটি বন্ধ হয়েছে ১০ হাজার ৪৪২ পয়েন্টে।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *